কফিনবন্দি হয়ে ঘরে ফিরল সুবল, আধাসেনার মৃত্যুতে শোকে বিহ্বল গ্রামবাসী
কফিনবন্দি হয়ে সহকর্মীদের কাঁধে চড়ে বাঁকুড়ার হীড়বাঁধের চাকাডোবা গ্রামে ফিরলেন সিআরফিএফের (CRPF) আধাসেনা সুবলচন্দ্র মুর্মূ। এরপর থেকেই শোকে ডুবে গোটা গ্রাম।
বাঁকুড়া: প্রায় এক মাস পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে গত ডিসেম্বরেই কর্মস্থল শ্রীনগরে ফিরে গিয়েছিলেন তিনি। আবারও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার কথাও ছিল। বাড়ি ফেরাও হল, তবে কাঠের বাক্সে চিরনিদ্রিত অবস্থায়! কফিনবন্দি হয়ে সহকর্মীদের কাঁধে চড়ে বাঁকুড়ার হীড়বাঁধের চাকাডোবা গ্রামে ফিরলেন সিআরফিএফের (CRPF) আধাসেনা সুবলচন্দ্র মুর্মূ। এরপর থেকেই শোকে ডুবে গোটা গ্রাম।
শুক্রবার সকালে পুলিসের উপস্থিতিতে মৃত জওয়ানের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেন সিআরপিএফ আধিকারিকরা। সুবলচন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে তখন চাকাডোবা গ্রামের বাড়িতে হাজির হন কাতারে কাতারে মানুষ। সকলেই শেষবারের মতো একবার দেখে নেন তাঁদের প্রিয় সুবলকে।
আরও পড়ুন: ‘স্যানিটাইজারই এখন চরণামৃত’, গঙ্গাসাগরে ই-স্নান চাইছে হাইকোর্ট
সূত্রের খবর, সিআরপিএফের এফ-১১৫ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন সুবলচন্দ্র মুর্মূ (৫৫)। বেশ কয়েক বছর হল খাতড়া শহরে বাড়ি করেছিলেন। সেখানেই তাঁর স্ত্রী, বৃদ্ধা মা-সহ কলেজ পড়ুয়া এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন। গত ডিসেম্বরেই ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে যান সুবলবাবু। গত বুধবার শ্রীনগরের হয়রথবলে কর্মরত থাকা অবস্থায় বরফ চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। শুক্রবার সেই মৃতদেহ কলকাতা বিমানবন্দর হয়ে সড়কপথে হীড়বাঁধের চাকাডোবা গ্রামের বাড়িতে পৌঁছয়। তারপর থেকেই শোকে বিহ্বল সুবলবাবুর মা ও স্ত্রী।
আরও পড়ুন: আজ রাতেই দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়