Bankura: কাটমানির জন্য বারবার তৈরি হচ্ছে সেতু, বিস্ফোরক দাবি তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি
Bankura: বাঁকু়ড়ার গন্ধেশরী নদী। সেখানেই কাটমানি খাওয়ার উদ্দেশে এই নদীর উপরে কাঠের সেতু তৈরি হচ্ছে।
বাঁকুড়া: একাধিকবার তৈরি করা হচ্ছে কাঠের সেতু। তবে এলাকাবাসীর উন্নয়নের জেরে নয়। কাটমানি খেতেই বারবার সরকারি টাকায় এই কাঠের সেতু তৈরি হয়েছে। এমনই বিস্ফোরক দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
বাঁকু়ড়ার গন্ধেশরী নদী। সেখানেই কাটমানি খাওয়ার উদ্দেশে এই নদীর উপরে কাঠের সেতু তৈরি হচ্ছে। এমনটাই দাবি করলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। তাঁর বক্তব্য, মোটা অঙ্কের টাকা বরাদ্দ করে তা থেকে বড় অঙ্কের টাকা কাটমানি হিসাবে সরিয়ে ফেলা হচ্ছে। আর এই কাটমানির প্রক্রিয়া অব্যাহত রাখতে ওই স্থানে নির্মীয়মাণ পাকা সেতু তৈরির কাজে ঢিলেমি করা হচ্ছে। সরেজমিনে সেতু দু’টি পরিদর্শন করে রাজ্যের শাসক দলকে বিঁধলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। পাল্টা ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। ঘাসফুল নেতাদের দাবি তনুজা চক্রবর্তী না জেনে মিথ্যা কথা বলছেন ।
বাঁকুড়া শহর লাগোয়া গন্ধেশ্বরী নদীর সতীঘাটে নদী পারাপারের জন্য পাকা সেতু বছর চারেক আগে বন্যায় ভেঙে পড়ে। সে সময়ই নতুন পাকা সেতু তৈরির উদ্যোগ নেয় রাজ্য সরকার। তড়িঘড়ি কাজ শুরু হলেও চার বছরে সেই কাজ এখনো সম্পূর্ণ হয়নি । এদিকে সতীঘাট এলাকায় নদীর এক পাশে থাকা বাঁকুড়া শহর ও অন্য পাশে থাকা কেশিয়াকোল, বিকনা,হেভির মোড় এলাকার মানুষের যাতায়াতের জন্য বাঁকুড়া পুরসভার তরফে একটি কাঠের অস্থায়ী সেতু তৈরি করা হয়। গতবছর বন্যায় সেই কাঠের সেতু ভেসে গেলে ফের তা তৈরি করে পুরসভা। চলতি বছর নিম্নচাপের বৃষ্টিতে নদীর জল বৃদ্ধি পেলে সেতুর একাংশ ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনা এড়াতে গতকাল থেকে ওই কাঠের সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় পুরসভা। ফলে এলাকার মানুষের মধ্যে বাড়ে দুর্ভোগ।
এরপর রবিবার বাঁকুড়ায় দলীয় কর্মসূচীতে যোগ দিতে গিয়ে সতীঘাটের কাঠের সেতু ও নির্মীয়মাণ পাকা সেতু পরিদর্শন করেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী। সেখানেই তিনি মানুষের হয়রানির জন্য রাজ্যের শাসক দল তৃণমূলকে কাঠগোড়ায় তোলেন। অভিযোগ করেন কাটমানি নিয়েও। যদিও তৃণমূলের দাবি পাকা সেতু নির্মাণের জন্য সময় লাগে। মাঝে করোনার জন্য সেই কাজ কিছুটা পিছিয়ে গেলেও ফের দ্রুত গতিতে কাজ শুরু হয়েছে। কাটমানির জন্য নয় সাধারণ মানুষের যাতায়াতের কথা ভেবেই পুরসভার তরফে অস্থায়ী কাঠের সেতুটি তৈরি করা হয়েছিল।