RG Kar Protest: ধরনা মঞ্চেই দেখছেন সঙ্কটজনক রোগী, ধরনা মঞ্চেই রক্তদান শিবিরের ডাক
RG Kar Protest: আউটডোর বন্ধ, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে পরিষেবা ব্যাহত ইনডোরেও। এই পরিস্থিতিতে ধরনা মঞ্চেই এমার্জেন্সি রোগী দেখছেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা। ধরনা মঞ্চেই রক্তদান শিবিরের ডাক।
বাঁকুড়া: চিকিৎসক সংগঠনগুলির ডাকা কর্মবিরতিতে বন্ধ আউটডোর পরিষেবা। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাহত ইনডোর পরিষেবাও। এই পরিস্থিতিতে হাসপাতালের বাইরে ধরনা মঞ্চেই এমার্জেন্সি রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা। ধরনা মঞ্চেই এমার্জেন্সি চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি এদিন কর্মবিরতির পঞ্চম দিনে ধরনা মঞ্চেই রক্তদান শিবিরের ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা।
আরজি কর মেডিক্যাল কলেজে তিলোত্তমা খুনের প্রতিবাদে চিকিৎসক সংগঠনগুলির ডাকে সাড়া দিয়ে এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আউটডোরে কাজে যোগ দেননি অধিকাংশ সিনিয়ার চিকিৎসকেরা। এমার্জেন্সি বিভাগে পরিষেবা অব্যাহত রাখলেও জুনিয়ার চিকিৎসকদের কর্মবিরতির জেরে ব্যাপক প্রভাব পড়েছে হাসপাতালের ইনডোর চিকিৎসা পরিষেবায়। এই পরিস্থিতিতে ধরনা অবস্থান মঞ্চেই জরুরি পরিষেবা দিচ্ছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের আন্দোলনরত পড়ুয়া-চিকিৎসকেরা।
কোনও রোগী জরুরি চিকিৎসার জন্য হাসপাতালের সামনে থাকা জুনিয়ার চিকিৎসকদের ধরনা মঞ্চে এলে সেখানেই তাঁদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন চিকিৎসক পড়ুয়ারা। পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের কথা চিন্তা করে কর্মবিরতির মাঝেই এদিনের ধরনা মঞ্চে রক্তদান শিবিরের আয়োজন করেছেন আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকেরা।