Bankura BJP: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ৩ বিজেপি নেতাকে শোকজ
Bengal BJP: সম্প্রতি বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা নেতৃত্ব ও নাম না করে একাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে সুর চড়িয়ে সামাজিক মাধ্যমে সরব হন কয়েকজন জেলার বিজেপি নেতৃত্ব।
বাঁকুড়া: দলীয় শৃঙ্খলা ভেঙে সামাজিক মাধ্যমে দলীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য। তিন বিজেপি নেতাকে শোকজ করল বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা নেতৃত্ব। শো কজের সন্তোষজনক উত্তর না পেলে দল আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। বিষয়টিকে দলের অন্তর্কলহের জেরে কর্মীদের হতাশার বহিঃপ্রকাশ বলে দাবি করেছে তৃণমূল।
সম্প্রতি বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা নেতৃত্ব ও নাম না করে একাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে সুর চড়িয়ে সামাজিক মাধ্যমে সরব হন কয়েকজন জেলার বিজেপি নেতৃত্ব। তাঁদের মধ্যে ছিলেন বিজেপির বাঁকুড়া বিধানভার আহ্বায়ক কৌশিক সিংহ, বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য রিকু শর্মা ও যুব মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতি মোহিত শর্মা। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তিনজনকে লিখিতভাবে কারণ দর্শাতে বলে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা নেতৃত্ব।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত ১ সেপ্টেম্বর দলীয়ভাবে এই শোকজের চিঠি পাঠানো হয়েছে তিন বিজেপি নেতাকে। জেলা নেতৃত্বের দাবি, যাঁরা শাসক দল দ্বারা সহযোগিতা ও ভিতরে ভিতরে অর্থ সাহায্য পাচ্ছে তারাই সামাজিক মাধ্যমে দলের নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে এমন পোস্ট করছে। এমন তিনজনকে ইতিমধ্যেই কারণ দর্শাতে বলা হয়েছে। ওই তিনজন সন্তোষজনক উত্তর দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
দলবিরোধী কাজের অভিযোগ এবং শাসক দলের মদতের কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন অভিযুক্ত তিন বিজেপি নেতা। তাঁদের দাবি শো কজের উত্তর দেওয়ার পাশাপাশি গোটা ঘটনা তাঁরা উচ্চ নেতৃত্বকে জানাবেন। তৃণমূলের দাবি, বিজেপির কোনও নেতাকে তৃণমূলের মদত দেওয়ার অভিযোগ ভিত্তিহীন।