Bankura: ‘হাসপাতালের এই অবস্থা কেন?’, সুপারকে ধমক অরূপের

Bankura: বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সাফাই কাজের দায়িত্ব রয়েছে বেসরকারি একটি ঠিকা সংস্থার হাতে। কিন্তু তা দেখাশোনা ও নজরদারির দায়িত্ব খোদ হাসপাতাল কর্তৃপক্ষের। সেই হাসপাতালে বারেবারেই উঠে আসে সাফাই কাজ নিয়ে বিভিন্ন অভিযোগ।

Bankura: 'হাসপাতালের এই অবস্থা কেন?', সুপারকে ধমক অরূপের
অরূপের ধমকImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2024 | 2:34 PM

বাঁকুড়া: হাসপাতালের সামনের অংশ ঝাঁ চকচকে। কিন্তু হাসপাতালের পিছনের অংশে মানুষের চোখের আড়ালে দিনের পর দিন জমা হচ্ছে আবর্জনার স্তুপ। ইতস্তত পড়ে রয়েছে বায়ো মেডিক্যাল ওয়েস্ট। শহিদ সমাবেশ ফেরত আহত এক দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে এমন ছবি দেখে চোখ কপালে উঠল খোদ শাসক দলের সাংসদের। হাসপাতালের এমন ঘটনায় ক্ষুব্ধ সাংসদ। হাসপাতাল সুপারকে ধমক দিয়ে বেঁধে দিলেন এক সপ্তাহের সময়সীমা। ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের।

বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সাফাই কাজের দায়িত্ব রয়েছে বেসরকারি একটি ঠিকা সংস্থার হাতে। কিন্তু তা দেখাশোনা ও নজরদারির দায়িত্ব খোদ হাসপাতাল কর্তৃপক্ষের। সেই হাসপাতালে বারেবারেই উঠে আসে সাফাই কাজ নিয়ে বিভিন্ন অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হাসপাতালের সামনের অংশে ওই ঠিকা সংস্থা সাফাই কাজ করলেও, হাসপাতালের পিছনের অংশে নিয়মিত সাফাই কাজ করে না ওই ঠিকা সংস্থা। ফলে হাসপাতাল চত্বরের ওই অংশে দিনের পর দিন জমছে আবর্জনার স্তুপ। বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে ব্যবহৃত ইঞ্জেকশানের সিরিঞ্জ, স্যালাইনের সুঁচ সহ বিভিন্ন বায়ো মেডিক্যাল ওয়েস্ট।

সম্প্রতি কলকাতায় তৃণমূলের শহিদ সমাবেশে যোগ দিতে যাওয়া এক আহত তৃণমূল কর্মীকে দেখতে আজ বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যান বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী। আহত ওই কর্মীর চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নিয়ে হাসপাতাল চত্বর ঘুরে দেখেন তিনি। আর সেই সময়ই হাসপাতাল চত্বরে এভাবে আবর্জনার স্তুপ জমে থাকতে দেখে চোখ কপালে ওঠে সাংসদের। এই ঘটনার জন্য হাসপাতাল সুপারকে ধমক দেওয়ার পাশাপাশি সাত দিনের মধ্যে হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন করার নির্দেশ দেন তিনি। সাত দিনের মধ্যে হাসপাতাল চত্বর সাফ সুতরো করা না হলে রাজ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেন তিনি। অরূপ চক্রবর্তী বলেন, “হাসপাতালের এই অবস্থা কেন? রোগীরা এর মধ্যে থাকবে? কিছু বলেন না কেন? বিলগুলো আটকান না কেন? এগুলো ঠিক না।”

সাংসদের ধমক খেতেই তড়িঘড়ি এই ঘটনার জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকা সংস্থার ঘাড়ে দায় ঠেলে সাফাই দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের আস্বাস দ্রুত ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে ওই ঠিক সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা করা হবে। দায়িত্বপ্রাপ্ত ঠিকা সংস্থার সাফাই সম্প্রতি অতিরিক্ত বৃষ্টির কারণেই হাসপাতালের পিছনের অংশে সাফাই কাজ করা সম্ভব হয়নি। সাংসদের নির্দেশের পর এখন দ্রুত পদক্ষেপ করা হবে।