Niladri Sekhar Dana: অনুব্রতর দেখানো পথে চড়াম চড়াম ঢাক বাজিয়ে ভোটের প্রচার পদ্ম বিধায়কের
Bankura: তৃণমূল যুব সভাপতির কটাক্ষ মানুষ যা করবে তা সামনের গ্রাম পঞ্চায়েত নির্বাচনেই বিধায়ক টের পাবেন ।
বাঁকুড়া: বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেখানো পথে হাঁটলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। রবিবাসরীয় সকালে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে পঞ্চায়েত নির্বাচনের আগাম প্রচারে নেমে পড়লেন। প্রচারে সঙ্গে নিলেন ঢাক। চড়াম চড়াম করে ঢাক বাজিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানালেন এলাকার মানুষকে। এর পাশাপাশি তৃণমূল গ্রামে ঢুকলে ঝাঁটা মেরে বিদায়েরও নিদান দিলেন বিজেপি বিধায়ক। তৃণমূল যুব সভাপতির কটাক্ষ মানুষ যা করবে তা সামনের গ্রাম পঞ্চায়েত নির্বাচনেই বিধায়ক টের পাবেন ।
চলতি বছরে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচন কে পাখির চোখ করে আগাম ঘর গোছাতে শুরু করেছে সব শিবির। রবিবাসরীয় সকালে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে বাউরী পাড়ায় ঢাক বাজিয়ে জোর প্রচারে নামলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। হাতেগোনা কয়েকজনকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে এদিন প্রচার করতে দেখা যায় বিধায়ককে। প্রচারের ফাঁকে গ্রামবাসীদের তাঁর নিদান তৃণমূল এলাকায় ঢুকলে ঝাঁটা মেরে বিদায় করবেন। গ্রামে ভুত ঢুকলে যেমন আচার নিয়ম পালন করেন তৃণমূলের ভূতরা ঢুকলেও ঝাঁটা ও গোবর জল দিয়ে তাঁদের তাড়াবেন।
তবে তৃণমূলের বক্তব্য, কে কাকে ঝাঁটা মারবে তা পঞ্চায়েত নির্বাচনে টের পাবেন বিধায়ক পালটা প্রতিক্রিয়া তৃণমূলের।