Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Protest: ‘দুর্নীতি চাপা দিতেই প্ল্যান করে চুরির নাটক’, তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলে পঞ্চায়েত ঘিরে ফেলল বিজেপি

BJP Protest: মার্চ শেষ হতে বাকি আর ক’টা দিন। তারপরেই শেষ হচ্ছে চলতি অর্থবর্ষ। তার ঠিক আগেই সোমবার বাঁকুড়ার হীড়বাঁধ গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, পঞ্চায়েতে ঢুকে আলমারি ভেঙে নথিপত্র তছনছ করে দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

BJP Protest: ‘দুর্নীতি চাপা দিতেই প্ল্যান করে চুরির নাটক’, তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলে পঞ্চায়েত ঘিরে ফেলল বিজেপি
বিক্ষোভে বিজেপি Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2025 | 3:23 PM

বাঁকুড়া: অর্থবর্ষ শেষের মুখে গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনাকে কেন্দ্র করে এবার রাজনৈতিক উত্তাপ ছড়ালো বাঁকুড়ার হীড়বাঁধ গ্রাম পঞ্চায়েতে। বিভিন্ন প্রকল্পের তথ্য ও নথি লোপাট করতেই এই চুরি, এই দাবি করে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির স্থানীয় কর্মী-সমর্থকরা। যদিও এই অভিযোগকে পাত্তা দিতেই নারাজ তৃণমূল। তাদের দাবি, অহেতুক রাজনীতি করছে বিজেপি। 

এদিকে মার্চ শেষ হতে বাকি আর ক’টা দিন। তারপরেই শেষ হচ্ছে চলতি অর্থবর্ষ। তার ঠিক আগেই সোমবার বাঁকুড়ার হীড়বাঁধ গ্রাম পঞ্চায়েতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, পঞ্চায়েতে ঢুকে আলমারি ভেঙে নথিপত্র তছনছ করে দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। গ্রাম পঞ্চায়েতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুস্কৃতীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে এদিন পথে নামে বিজেপি। বিজেপি কর্মীদের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা নয়ছয় করেছে তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েত। এখন অর্থবর্ষের শেষে সেই চুরি ধরা পড়ে যাওয়ার ভয়েই তথ্য ও নথি লোপাট করার উদ্দেশ্যেই প্ল্য়ান করে এই চুরির ঘটনা ঘটেছে। 

সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুস্কৃতীদের গ্রেফতার করলেই গোটা বিষয়টি পরিস্কার হয়ে যাবে। এ ভাষাতেই এদিন সুর চড়ান বিজেপি কর্মী গৌতম মণ্ডল। এদিন সেই দাবিকে সামনে রেখেই গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। বিজেপির এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূলের হীড়বাঁধ ব্লকের সভাপতি ধীরেন্দ্রনাথ মাঝি বলছেন, “পঞ্চায়েতে চুরির ঘটনা নিয়ে অহেতুক রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি।”