Noise pollution: লাগাতার হর্ন বাজানোয় প্রতিবাদ, আদালত চত্ত্বরেই আইনজীবীকে বেধড়ক মার যুবকদের

Bankura: বাইকের চালক অযথা উচ্চস্বরে হর্ন বাজাচ্ছিলেন। তখনই প্রতিবাদ করেন আইনজীবী।

Noise pollution: লাগাতার হর্ন বাজানোয় প্রতিবাদ, আদালত চত্ত্বরেই আইনজীবীকে বেধড়ক মার যুবকদের
বাঁকুড়ায় আইনজীবীকে মারধর (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 19, 2022 | 8:52 PM

বাঁকুড়া: একবার নয়। বারবার হর্ন বাজিয়ে যাচ্ছিলেন আদালত চত্ত্বরে। সেই কারণে প্রতিবাদ করেন এক আইনজীবী। আর তারপরই আদলতের সামনেই আইনজীবীকে বেধড়ক মার দুই যুবকের।

ঘটনা বাঁকুড়ার খাতড়া মহকুমা আদালতের। জানা গিয়েছে বুধবার দুপুরে খাতড়া আদালত চত্বরে আইনজীবী অসিম গোপের সেরেস্তার সামনে একটি বাইকে করে তিন যুবক এসে দাঁড়ায়। সেরেস্তার সামনে ওই বাইকের চালক অযথা উচ্চস্বরে হর্ন বাজাচ্ছিলেন। এই বিষয়ে বাইক চালককে আইনজীবী অসীম গোপ আদালত চত্ত্বরে হর্ন বাজাতে নিষেধ করেন। সেই সময় অসীম বাবুর উপর চড়াও হয় ওই বাইক চালক। বাইকে থাকা অন্য দুই আরোহীও মারধরে হাত লাগায়।

অভিযোগ ওই তিন যুবক অসীম বাবুর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে । এরপরেই স্থানীয় আইনজীবীরা ওই তিন যুবককে নিরস্ত করতে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে আদালতে মোতায়েন থাকা পুলিশ। পরে আদালতের অন্যান্য আইনজীবীরা আহত অসীম বাবুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান খাতড়া মহকুমা হাসপাতালে। পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আহত আইনজীবী খাতড়া থানাতে অভিযোগ জানালে আটক তিন যুবকের মধ্যে দুজনকে পুলিশ গ্রেফতার করে। আদালত চত্বরে আইনজীবীর উপর চড়াও হয়ে এই মারধরের ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অন্যান্য আইনজীবীরা।

ঘটনার বিষয়ে আইনজীবী বলেন, “আমি ও কয়েকজন বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম। সেই সময় দুটো ছেলে এসে হর্ন মারতে শুরু করে। বারবার হর্ন মারছিল ওরা। আমি বারণ করি ওদের এতবার হর্ন না মারতে। তখনই ওরা চড়াও হয় আমার উপর। মারধর করে। দুজন মিলে মারতে থাকে আমাদের। পরে চিৎকার, চেঁচামেচিতে পুলিশ এসে ওদের আটক করে নিয়ে যায়।”

আরও পড়ুন: Bangladesh News: বাংলাদেশের হাসপাতাল থেকে পালালো ভারত ফেরত রোগী! গেটে তালা কর্তৃপক্ষের