Bankura TMC: ব্লকে ব্লকে শাসকদলের সভাপতি বদল, বিরোধীরা বলছে, এভাবে দুর্নীতি ঢাকার চেষ্টা

Bankura: সাংগঠনিক কাজকর্মে সুবিধার জন্য ইতিমধ্যেই বাঁকুড়া জেলাকে বাঁকুড়া ও বিষ্ণুপুর দু'টি পৃথক সাংগঠনিক জেলা হিসাবে ভাগ করেছে তৃণমূল।

Bankura TMC: ব্লকে ব্লকে শাসকদলের সভাপতি বদল, বিরোধীরা বলছে, এভাবে দুর্নীতি ঢাকার চেষ্টা
বাঁকুড়া তৃণমূল ভবন।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2022 | 5:24 PM

বাঁকুড়া: ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট আগামী বছর। তার আগে একের পর এক দুর্নীতির অভিযোগে নাম জড়াচ্ছে শাসকদলের নেতাদের। নিঃসন্দেহে তা দলের অন্দরে অস্বস্তিও বাড়াচ্ছে। তবে সংগঠনে এর প্রভাব কোনওভাবেই পড়ুক তা চাইছে না দল। ইতিমধ্যেই ব্লক কিংবা টাউন স্তরে সংগঠনে বেশ কিছু রদবদল এসেছে একাধিক জেলায়। যেমন বাঁকুড়ায় একাধিক ব্লকে সভাপতি বদল করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে সংগঠন ঢেলে সাজাতেই এই সিদ্ধান্ত বলে দাবি জেলা তৃণমূলের। অন্যদিকে বিজেপির কটাক্ষ, দুর্নীতি ঢাকতেই এই বদল।

সাংগঠনিক কাজকর্মে সুবিধার জন্য ইতিমধ্যেই বাঁকুড়া জেলাকে বাঁকুড়া ও বিষ্ণুপুর দু’টি পৃথক সাংগঠনিক জেলা হিসাবে ভাগ করেছে তৃণমূল। এবার বাঁকুড়া সাংগঠনিক জেলার ১৫টি ব্লকের মধ্যে আটটি ব্লকে বদলে ফেলা হল ব্লক সভাপতি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতেও সাতটি ব্লকে সভাপতি পদে রদবদল করা হয়েছে। সূত্রের খবর, সংগঠনের অন্যান্য দায়িত্ব পুরনো ব্লক সভাপতিদের উপর ন্যস্ত করে সে পদে নতুন মুখ আনা হয়েছে, এমন নজিরও রয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের লক্ষ্য সুসংহত, দুর্নীতি মুক্ত সংগঠন। গত কয়েকদিনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক জেলার সঙ্গে কলকাতার ক্যামাক স্ট্রিটে বৈঠক করেছেন। প্রত্যেক জেলাকেই বার্তা দেওয়া হচ্ছে, কোনওরকম ঔদ্ধত্য, দুর্নীতি দল সহ্য করবে না। কেউ এই ধরনের ঘটনায় জড়ালে দল তাঁর পাশেও থাকবে না।

তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, “আমাদের বাঁকুড়া সাংগঠনিক জেলাতে ১৫টি ব্লক আছে। তার মধ্যে ৩টেয় নতুন সভাপতি আনা হয়েছে। সিমলাপাল, বাঁকুড়া ব্লক-১, জিঘাটি ব্লককে দু’ভাগে ভাগ করে যেটা বাঁকুড়া লোকসভার আওতায় পড়ে সেখানে নতুন একজনকে আনা হয়েছে। বাকি ১২টি ব্লকের ছাতনা, ইন্দপুর, তালডাংরা, খাতড়ায়ও বদল করা হয়েছে। যাদের সরানো হল তাঁদের জেলায় আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।”

অন্যদিকে বাঁকুড়া ২ নম্বর ব্লকে নবনিযুক্ত সভাপতি বিধান সিংহের কথায়, “কেন্দ্রীয় এজেন্সি দিয়ে আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। সেই সময় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দল আমাকে দায়িত্ব দিয়েছে। দল যে আমার উপর ভরসা রেখেছে, আমিও তা পালনে আপ্রাণ চেষ্টা করব। নবীন প্রবীণ সকলে মিলে একসঙ্গে কাজ করব।”

এ বিষয়ে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীলরুদ্র মণ্ডল বলেন, “বাঁকুড়াতে তৃণমূলের বিরুদ্ধে মুঠো মুঠো অভিযোগ। ওরা যেভাবে মানুষকে ঠকিয়েছে, তাতে এসবে লাভ নেই। তৃণমূল এখন বার্তা দিতে চাইছে, আমরা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত নির্বাচনে যাব। কিন্তু মানুষ গোটা দলটাকেই দুর্নীতির প্রতিশব্দ হিসাবে দেখছে। এসব ভাঁওতাবাজিতে লাভ নেই।” দুর্নীতি ঢাকতেই এসব পর্দা, বলছে বিজেপি।