‘একুশে বাংলায় খেলে আমরা চ্যাম্পিয়ন, চব্বিশে দিল্লিতে খেলতে যাব’, খেলা হবে দিবসে বার্তা অনুব্রতর
Anubrata Mondal: তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বলেন, 'একুশে বলেছিলাম খেলা হবে। ভয়ঙ্কর খেলা হল। সেই খেলাতে বাংলায় জয়লাভ করলাম।'
বীরভূম: আবারও ‘ভয়ঙ্কর খেলা’র বার্তা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। জানিয়ে দিলেন, একুশে যে খেলা খেলেছেন, চব্বিশেও সেই একই ফর্মুলায় খেলা হবে। এবার খেলবেন দিল্লিতে। সোমবার তৃণমূলের খেলা হবে দিবস পালিত হয়েছে রাজ্যজুড়ে। অনুব্রত মণ্ডলের গড় বীরভূমেও জায়গায় জায়গায় নানা কর্মসূচি হয়। মহম্মদবাজারে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই বলেন, আগামিদিনে ভয়ঙ্কর খেলা হতে চলেছে।
১৬ই আগস্ট খেলা হবে দিবসের উদ্বোধন করতে মহম্মদবাজারে পৌঁছন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সেখানে তিনি একটি ছোট্ট সভার মধ্য দিয়ে এই খেলা দিবসের সূচনা করেন। অনুষ্ঠানটি হয় ডেউচা গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধনে গিয়ে অনুব্রত মণ্ডল বার্তা দেন, ত্রিপুরা থেকে উত্তর প্রদেশ সর্বত্র ভয়ঙ্কর খেলা হবে। তার কথা অনুযায়ী, একুশে কেমন খেলা হয়েছে চব্বিশেও তেমনি খেলা হবে।
অনুব্রত মণ্ডল বলেন, “বাংলার খেলোয়াড়দের দেখে ভয় পেয়ে যাচ্ছে অনেকে। ত্রিপুরাতেও একই ভাবে খেলা হবে। ভয়ঙ্কর খেলা হবে। যে খেলা খেলেছি একুশে, সেই খেলা খেলব চব্বিশে।” অনুব্রতর কথায়, “একুশে বলেছিলাম খেলা হবে। ভয়ঙ্কর খেলা হল। সেই খেলাতে বাংলায় জয়লাভ করলাম। আমরা আবার খেলতে যাব চব্বিশে। দিল্লিতে খেলতে যাব। ইতিমধ্যেই আমরা চ্য়াম্পিয়ন হয়েছি। এবার দিল্লিতে খেলব। আমরা চব্বিশে দখল করব দিল্লির ময়দান।” অনুব্রত কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামেগঞ্জে সর্বত্র খেলা ছড়িয়ে দিতে চাইছেন। সকলে যেন খেলা করেন।”
একুশের বিধানসভা ভোটে সত্যিই খেলা দেখিয়েছিলেন বীরভূমের ‘কেষ্ট’। নির্বাচন কমিশনকে একেবারে ঘোল খাইয়ে ছেড়েছিলেন। টক্কর হয়েছিল একেবারে সেয়ানে সেয়ানে। একজন বুনো ওল তো অন্যজন যেন বাঘা তেঁতুল। অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে রাখতে ভোটে তিনজন অফিসারকে দায়িত্ব দিয়েছিল কমিশন। কিন্তু কমিশনের চোখে ফাঁকি দিয়েই ভোটের আগে ‘উধাও’ হয়ে গিয়েছিলেন প্রায় আড়াই ঘণ্টা। পরে এসে বলেছিলেন, তারাপীঠে মাকে পুজো দিতে গিয়েছেন। ভোটের দিন সন্ধ্যায় বলেছিলেন, ‘ফাইন খেলা’ হল। আগামিদিনেও নিজের পারফরম্যান্সে চমক রাখতে চান বীরভূমের এই দুঁদে নেতা, খেলা হবে দিবসেই শুনিয়ে রাখলেন সেই কথা। আরও পড়ুন: ‘এ তো দুয়ারে করোনা!’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতে কোভিড বিধি উড়িয়েই জেলায় জেলায় লম্বা লাইন