Bagtui Massacre: বগটুইয়ের দগ্ধভূমিতে অসমাপ্ত আরও এক মহেশের কাহিনী
Rampurhat Crime: বগটুই গণহত্যায় আগুনের লেলিহান শিখা কেড়েছে ৮টি তরতাজা প্রাণ। দগ্ধভূমির তাপে পুড়েছেন বাস্তবের গফুর সোনা শেখও।
বীরভূম: ভাবনার পুনরাবৃত্তি! গফুরের জন্য আজ কি তবে মহেশের বিচার চাওয়ার পালা ? বগটুই ভষ্মভূমিতে সোনা শেখের উঠোনে ঠায় দাঁড়িয়ে থাকা তাঁর অর্ধদগ্ধ হয়ে যাওয়া প্রিয় পোষ্যর নীরবতা যেন তারই ইঙ্গিত। শরৎচন্দ্রর গল্পের শেষ লগ্নে ঠিক যেমন গফুর উচ্চৈঃস্বরে বলে উঠেছিল, ‘আল্লা! আমার মহেশ তেষ্টা নিয়ে মরেচে। তার চরে খাওয়ার এতটুকু জমি কেউ রাখেনি। যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল যে তাকে খেতে দেয়নি, তার কসুর যেন তুমি কখনও মাফ করো না।’ আজ যেন মনিবের শূন্যতায় একই প্রার্থনা নাড়া দিয়ে যাচ্ছে সোনা শেখের প্রিয় গরুটার মনেও। কারণ সে-ই যে এই হত্যালীলার জীবন্ত সাক্ষী।
বগটুই গণহত্যায় আগুনের লেলিহান শিখা কেড়েছে ৮টি তরতাজা প্রাণ। দগ্ধভূমির তাপে পুড়েছেন বাস্তবের গফুর সোনা শেখও। আগুনের গ্রাস শরীরে থাবা বসলেও কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছে তাঁর প্রিয় গরুটা। আজকের মহেশ। ক্ষতবিক্ষত শরীর সত্ত্বেও যার ডাগর চোখ খুঁজে বেড়াচ্ছে ‘মনিব’ সোনাকে। কিন্তু হায়! প্রতিশোধের আগুনে যে ছারখার হয়ে গিয়েছেন সোনা। তাই পোষ্যর খিদে পেটের ডাক শুনেও আসবেন না তিনি।
অথচ জীবদ্দশায় এক মুহূর্তও নাকি এই পোষ্যকে নিজের চোখের আড়াল করতেন না সোনা। কাছেপিঠে হোক বা কয়েক ক্রোশ দূরে, আত্মীয়ের বাড়িতে গেলেও সঙ্গে নিয়ে যেতেন গরুটাকে। যত্নের প্রশ্নে পান থেকে চুন খসুক তাও চাইতেন না। আগুনে পুড়েছে অবলা সেই প্রাণীর শরীরও। প্রশাসনের উদ্যোগে যদিও ঘটনার পরদিনই চিকিৎসা শুরু হয়েছিল। তবে তার পায়ে এখনও গভীর ক্ষত। উঠে ঠিকমত দাঁড়াতে কষ্ট হচ্ছে। সুস্থ করতে মলম ওষুধ ইঞ্জেকশন ছবি দেওয়া হয়েছে সাধ্যমত। শরীরে কিছুটা জোর পেতে খোঁড়াতে-খোঁড়াতে ফের চলে এসেছে সোনা শেখের দুয়ারে।
খিদে পেটে বার বার খাবার জায়গায় মুখ ডুবিয়ে যাচ্ছে। আধপোড়া ঘরটার দিকে তাকিয়ে হাঁক দিচ্ছে বারবার। আর তাকিয়ে থাকছে ফ্যাল-ফ্যাল করে। বোধহয় সেও বুঝতে পারছে আর ফিরবে না সোনা। আঁটি কয়েক খড় এনে আর হয়ত কেউ রাখবে না তার সামনে। গল্পে তো ক্ষুধার রাজ্য থেকে মহেশকে মুক্তি দিয়েছিল খোদ গফুরই। কিন্তু বাস্তবের গফুর যে নেই! একা মহেশ বেঁচে রয়েছে। আর রয়েছে তার মনিবের জন্য প্রার্থনা।
আরও পড়ুন: Bagtui Massacre: আনারুল-সহ ১১ অভিযুক্ত সিবিআই হেফাজতে, টিমে রয়েছেন মহিলা অফিসারও