Birbhum Chaos: ৪০ জন তৃণমূল নেতা কর্মীর নামে থানায় অভিযোগ করল BJP
Birbhum Chaos: ঘটনাস্থল বীরভূমের সিউড়ি দু'নম্বর ব্লকের। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে একাধিক গ্রামে সন্ত্রাস চালানো হচ্ছে। আর এই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে তা গ্রহণ করেছে সিউড়ি থানা।
সিউড়ি: ভোটের আগে বীরভূমে জোর চাঞ্চল্য। একসঙ্গে প্রায় চল্লিশ জন তৃণমূল নেতা-কর্মীর নামে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। জোর রাজনৈতিক তরজা শুরু তৃণমূল-বিজেপি-র অন্দরে।
ঘটনাস্থল বীরভূমের সিউড়ি দু’নম্বর ব্লকের। বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে একাধিক গ্রামে সন্ত্রাস চালানো হচ্ছে। আর এই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে তা গ্রহণ করেছে সিউড়ি থানা।
এরপর আজ সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূল কার্যালয়ে ব্লক সভাপতি নুরুল ইসলাম সাংবাদিক বৈঠক করে বলেন, “এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে।” পাল্টা বিজেপির বীরভূম জেলা সহ-সভাপতি দীপক দাসের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ সত্যি। সিউড়ি দু’নম্বর ব্লক টাকে তৃণমূল পৈত্রিক সম্পত্তি ভাবছে সেটা নয়। তিনি বলেন, “সিউড়ির ২ নম্বর ব্লক স্পর্শকাতর ঘোষণা হতে চলেছে। আমরা যা যা প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছি। ছ’টা বুথে আমরা প্রার্থী দিতে চলেছি। গোটা ব্লক অফিস ঘিরে রেখেছিল। প্রার্থী দিতে দেয়নি। নরুল ইসলাম ভেবেছিলেন এটা ওনার পৈত্রিক সম্পত্তি।”