Coal Recover: ডাম্পারের উপর বালি চাপা দিয়ে কয়লা পাচারের চেষ্টা, হাতেনাতে ধরল পুলিশ
Birbhum: জানা গিয়েছে, ডাম্পারটিতে প্রায় ২০টন অবৈধ কয়লা রয়েছে।
বীরভূম: পাচার হওয়ার সময় বিপুল পরিমাণ বেআইনি কয়লা (Coal Recover) উদ্ধার করল পুলিশ। শনিবার রাত্রিবেলা রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের গড়গড়ার কাছে ওই দশ চাকার ডাম্পার আটক করে। গ্রেফতার হন ডাম্পারের চালক। তাঁকে আজ দুবরাজপুর আদালতে তোলা হবে। জানা গিয়েছে, ডাম্পারটিতে প্রায় ২০টন অবৈধ কয়লা ছিল।
পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের ধারে অবৈধ কয়লা বোঝাই ডাম্পারের উপর বালি চাপা দিয়ে পাচারের চেষ্টা করেছিল পাচারকারীরা। তখনই হাতেনাতে তাঁদের ধরে দুবরাজপুর থানার পুলিশ। আটক করা হয় ডাম্পারটিকে। জানা গিয়েছে, ডাম্পারটি ভীমগড়ের দিক থেকে এসেছিল। এরপর জাতীয় সড়কের ধারে গড়গড়া ঘাটের কাছে দাঁড়িয়েছিল। সেই সময়ই কয়লার উপর বালি চাপা দিচ্ছিল কয়েকজন। যাতে কেউ বুঝতে না পারে যে ডাম্পারে বেআইনি কয়লা মজুত করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তার আগেই পুলিশ ডাম্পারটিকে ধরে ফেলে। এবং গ্রেফতার করা হয় চালককে। বাকিদের খোঁজ মেলেনি।
উল্লেখ্য, গত কয়েক দিন আগে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ জাতীয় সড়ক ও রাজ্য সড়ক থেকে তিনটি বেআইনি কয়লা বোঝাই ট্রাক আটক করেছিল। তিনটি ট্রাকে আনুমানিক প্রায় ৬৫ টন কয়লা পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পাচার হওয়া এই অবৈধ কয়লা কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে এবং কারা এই পাচার চক্রে যুক্ত তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ।