Birbhum news: কালী মন্দিরে শুভেন্দুর সঙ্গে দেখা, ‘সৌজন্য সাক্ষাৎ’ দুই তৃণমূল কাউন্সিলরের
Siuri news: তাহলে কি দুই কাউন্সিলর এবার বিজেপিতে যোগ দিচ্ছেন? যদিও সেই জল্পনায় ইতি টেনেছেন কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজেই।
তৃণমূল কাউন্সিলরের বক্তব্য, “আমি প্রতিবছরই পুজোর আগে বামনী কালী মন্দিরে যাই। এই বছরও গিয়েছিলাম। মন্দিরে থাকাকালীন হঠাৎই দেখতে পাই শুভেন্দু অধিকারী সেখানে এসেছেন। বিগত দিনে একই দলে থাকার সুবাদে তিনি আমার পূর্ব পরিচিত, সেই কারণে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি।” পাশাপাশি এর সঙ্গে কোনও রাজনীতির রঙও মেশাতে চাইছেন না তিনি। তিনি বলেন, “মায়ের মন্দিরে রাজনীতি কীসের? আর এমনিতেও এটাই তৃণমূলের সংস্কৃতি, প্রতিটি বিরোধী দল ও তাদের কর্মীদের সম্মান করা। আমিও তৃণমূলের আদর্শ মেনে তাই করেছি। এখানে রাজনৈতিক রং লাগানোর কিছু নেই।”
এদিন শতাব্দী প্রাচীন বামনী কালী মন্দিরে এসে পুজো দেন শুভেন্দু অধিকারী। দেবীর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। জবা ফুলের মালা পরিয়ে দেন দেবী মূর্তিতে। এই গোটা সময়টাই মন্দিরের ভিতরে দেখা যায় তৃণমূলের কাউন্সিলরকে। এই নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতির অন্দরমহলে। তবে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না কাউন্সিলর উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি গোটা বিষয়টি কেবল সৌজন্য সাক্ষাৎ হিসেবেই ব্যাখ্যা করছেন।