ভিডিয়ো: বোলপুরে ঢুকতেই শতাব্দীর চাকায় আগুন, হুলস্থূল যাত্রীদের মধ্যে

New Jalpaiguri-Howrah Shatabdi Express: দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ বোলপুর স্টেশনে ঢোকে নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস। কিন্তু, স্টেশনে ঢোকার আগেই বিলাসবহুল এই ট্রেনটির চাকা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাতেই আতঙ্ক দানা বাঁধে ট্রেনে থাকা যাত্রীদের মনেও।

Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 5:09 PM

বোলপুর: রোজকার মতো এদিনও সময়েই স্টেশনে ঢুকছিল ট্রেনটা। কিন্তু, তার আগেই দেখা গেল লাইন থেকে বের হচ্ছে ধোঁয়া। আগুন আগুন করে চিৎকারও করে ওঠেন কয়েকজন। দেখা যায় ট্রেনের চাকা থেকে বের হচ্ছে ধোঁয়া। ঘটনায় মুহূর্তেই শোরগোল শুরু হয়ে যায় গোটা স্টেশনে। এদিনই এ ছবিই দেখা গিয়েছে বোলপুর স্টেশন। 

সূত্রের খবর, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ বোলপুর স্টেশনে ঢোকে নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস। কিন্তু, স্টেশনে ঢোকার আগেই বিলাসবহুল এই ট্রেনটির চাকা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তাতেই আতঙ্ক দানা বাঁধে ট্রেনে থাকা যাত্রীদের মনেও। চিৎকারও শুরু করে দেন কেউ কেউ। যার জেরে নির্ধারিত সময়ের কিছু বেশি সময় পর্যন্ত স্টেশনেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ছুটে আসেন রেল কর্মীরাও। কী কারণে ধোঁয়া, আগুনই বা কী করে লাগল সে বিষয়ে শুরু হয় তদন্ত। তবে বড় বিপদ এড়ানো গিয়েছে।

প্রাথমিক তদন্তে রেল কর্মীদের অনুমান, অত্যধিক গতিতে কোনও ট্রেন চললে অনেক সময় চাকার সঙ্গে রেল ট্র্যাকের ঘর্ষণ হয়। তাতেই দেখা যায় আগুনের ফুলকি। সেই ঘর্ষণ থেকেই এই ধোঁয়া বের হয়েছে বলে জানা গিয়েছে। সামান্য যে যান্ত্রিক ক্রুটি দেখা দিয়েছিল তা দ্রুত সারিয়ে ফেলেন রেল কর্মীরা। তারপরই গন্তব্যের উদ্দেশ্য রওনা দেয় ট্রেনটি।