Birbhum School Chaos: দেরিতে স্কুলে আসায় হাজিরা খাতায় সইয়ে বাধা, ক্লার্ককে পিটিয়ে শ্রীঘরে শিক্ষক

Birbhum: বীরভূমের একটি স্কুলের সহ শিক্ষক দেবাশিস খাগ। বৃহস্পতিবার তিনি স্কুল পৌঁছাতে দেরি করেন।

Birbhum School Chaos: দেরিতে স্কুলে আসায় হাজিরা খাতায় সইয়ে বাধা, ক্লার্ককে পিটিয়ে শ্রীঘরে শিক্ষক
অভিজিৎ ভাণ্ডারি (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 23, 2022 | 12:50 PM

বীরভূম: কী অবস্থা! স্কুলের মধ্যেই চরম ডামাডোল পরিস্থিতি। পড়ুয়া নয়, স্কুলের ভিতরে মারধরের অভিযোগে জড়ালেন খোদ শিক্ষক। মারধরে আহত এক ক্লার্ককে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্কুল সূত্রে খবর, বীরভূমের একটি সরকারি স্কুলের সহ শিক্ষক দেবাশিস খাগ। বৃহস্পতিবার তিনি স্কুলে পৌঁছাতে দেরি করেন। সেই কারণে তাঁকে হাজিরা খাতায় সই করতে বাধা দেন প্রধান শিক্ষক আশিস গড়াই। সেই নিয়েই শুরু হয় বচসা। অভিযোগ, এরপর স্কুলের প্রধান শিক্ষককে মারতে উদ্যত হন দেবাশিসবাবু। কিন্তু সেই সময় ওই ঘরেই উপস্থিত ছিলেন স্কুলের ক্লার্ক অভিজিৎ ভাণ্ডারি। তিনি দেবাশিসবাবুকে আটকাতে যান। অভিযোগ, সেই সময় অভিজিৎবাবুকে লাগাতার মারধর করেন দেবাশিসবাবু। টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেন তাঁকে। তারপর কিল, ঘুষি, চড়-থাপ্পড় মারতে থাকেন। এরপর তাঁদের চিৎকারে জড়ো হতে থাকেন স্কুলের অপর কর্মীরা।  গুরুতর আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অভিজিৎবাবুকে ভর্তি করা হয়।

অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দেবাশিসকে গ্রেফতার করা হয়। এই নিয়ে অভিজিৎবাবু বলেন, ” আমাকে নাকে ঘুষি মারে প্রথমে। তারপরই মাটিতে ফেলে লাথি মারা হয়। প্রচণ্ড রক্তপাত হয়েছে। তিনি কিছুদিন যাবৎ এই ধরনের আচরণ করছেন।”

এই বিষয়ে প্রধান শিক্ষক আশিস গড়াইয়ের দাবি, “গতকাল স্কুলে দেরি করে আশায় আমি তাকে স্কুলের রেজিস্টারের খাতায় সই করতে বারণ করি। তখনই ও আমাকে জামার কলার ধরে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। আমার সহকর্মী আমাকে বাঁচাতে এলে তাকেও ব্যাপক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই ক্লার্ক। পুলিশ নিয়ে গিয়েছে অভিযুক্ত শিক্ষককে।’

আরও পড়ুন: Physical Harassment : প্রতিবেশী মানসিক ভারসাম্যহীন যুবতিকে ধর্ষণ, ছেলের শাস্তির দাবিতে থানায় ছুটলেন অভিযুক্তের মা

আরও পড়ুন: Coal Scam Case: বিকাশ মিশ্রকে CBI আদালতে আনা হলেও স্থগিত শুনানিপর্ব, ফের যেতে হল জেলেই