Coal Scam Case: বিকাশ মিশ্রকে CBI আদালতে আনা হলেও স্থগিত শুনানিপর্ব, ফের যেতে হল জেলেই
Coal Scam: কয়লা ও গরু পাচার মামলা, দু'টিরই পরবর্তী শুনানি হবে আগামী ৬ মে।
পশ্চিম বর্ধমান: এতদিন আদালতে পেশই করা যায়নি তাঁকে। এই নিয়ে তিন কী চারবার আদালতে তোলা সম্ভব হয়েছে গরু (Cow Smuggling Case) ও কয়লা পাচারকাণ্ডের (Coal Scam) অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে (Bikash Mishra)। এরইমধ্যে আবার শুনানিপর্বে ব্যাঘাত। গরমের জন্য আসানসোল আদালতে আইনজীবীদের কর্মবিরতি চলছে। তাই শুক্রবার আসানসোল সিবিআই আদালতে কোনও শুনানিই হল না। ফলে এদিন বিকাশ মিশ্রের আইনজীবী জামিনের আবেদনের পরিকল্পনা করলেও তা ফলপ্রসূ হয়নি। যদিও বিচারকের নির্দেশমতো আসানসোল আদালতে আনা হয়েছিল বিকাশকে। তবে শুনানি না হওয়ায় বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশ মিশ্রকে জেল হেফাজতের নির্দেশ দেন। কয়লা ও গরু পাচার মামলা, দু’টিরই পরবর্তী শুনানি হবে আগামী ৬ মে। গত ১৮ এপ্রিল বিকাশ মিশ্রকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল। সেদিন গরু পাচার মামলায় দু’পক্ষের আইনজীবীর সওয়াল জবাব পর্ব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী জামিনের আবেদন খারিজ করে দেন। বদলে চারদিনের জেল হেফাজত দেওয়া হয় বিকাশকে। সেইমতোই শুক্রবার শুনানি হওয়ার কথা ছিল। গরু পাচার মামলা ও কয়লা পাচার মামলার শুনানি একইসঙ্গে হবে বলে ঠিক হয়েছিল।
বিকাশ মিশ্র কয়লাকাণ্ডের অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই। বিনয়কে নাগালে পায়নি সিবিআই। তিনি এখন ভিন রাষ্ট্রের বাসিন্দা। তবে বিকাশকে গ্রেফতার করেছে তারা। হেফাজতে নিয়ে চলছে জেরাও। ২০২১ সালের ১১ ডিসেম্বর প্রথমবার আসানসোল সিবিআই আদালতে বিকাশকে তোলা হয়। আদালত সিবিআই হেফাজতের নির্দেশ দিলেও বিকাশ এতটাই অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করা হয়, তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর বহু চেষ্টা করেও তাঁকে আদালতে তোলা যায়নি। এদিকে গত মার্চে বিকাশ মিশ্রের ৯০ দিনের জেল হেফাজতের সময়সীমা শেষ হয়ে যায়। এদিকে এরপর জামিন নিতে গেলে বিকাশকে আদালতে আসতেই হবে বলে জানিয়ে দেন বিচারক। গত ৮ এপ্রিল এজলাসে তোলা হয় তাঁকে।
বিকাশ মিশ্রের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, “দু’টি মামলার এদিন একইসঙ্গে সিবিআই আদালতে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আইনজীবীদের কর্মবিরতি চলায় তা সম্ভব হয়নি। জামিনের আবেদনও করা যায়নি। স্বাভাবিকভাবেই তাঁকে আবার জেল হেফাজতে পাঠানো হল। আগামী ৬ মে পরের শুনানি হবে।” এদিকে শুক্রবার শুনানি পর্ব না হওয়ায় ফের বিকাশ মিশ্রকে প্রিজন ভ্যানে আদালত থেকে পুলিশ আসানসোল জেলে নিয়ে যায়।