Mithun Chakraborty: কেষ্টভূমে আজ মহাগুরু কী বার্তা দেন, তাকিয়ে গোটা বাংলা
Mithun Chakraborty: অনুব্রতহীন বীরভূমে তৃণমূলকে কোণঠাসা করে জমি পেতে মরিয়া গেরুয়া শিবির। অথচ ঘাসফুল শিবিরের ভরসা কেষ্টর ওপরেই।
বীরভূম: কেষ্টভূমে আজ প্রচারে মহাগুরু। আসানসোলের জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। তারইমধ্যে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে বিজেপির হয়ে প্রচারে মিঠুন চক্রবর্তী। ময়ূরেশ্বরে তাঁর সফরসঙ্গী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অনুব্রতহীন বীরভূমে তৃণমূলকে কোণঠাসা করে জমি পেতে মরিয়া গেরুয়া শিবির। অথচ ঘাসফুল শিবিরের ভরসা কেষ্টর ওপরেই। কেষ্টগড়ে আজ মিঠুন কী বার্তা দেন, সেদিকেই নজর বঙ্গ বিজেপির।
দুয়ারে পঞ্চায়েত, অভিজ্ঞরা বলছেন, এখনও বাংলায় নড়বড়ে রয়েছে গেরুয়া ব্রিগেড। সামাল দিতে এবার আসরে মহাগুরু। রাঢ়বঙ্গে ঠাসা কর্মসূচি। বুথস্তরের দুর্বল সংগঠন পঞ্চায়েতে ভালই বেগ দিতে পারে বলে বিলক্ষণ বুঝছেন পদ্ম নেতারা। ড্যামেজ মেরামতে পদ্ম ব্রিগেডের তুরুপের তাস মহাগুরু। ঠাসা কর্মসূচি নিয়ে বঙ্গে মিঠুন। এদিকে আবার, ছুটির সকালে বোলপুরের মাটিকে গরম করতে কেষ্ট গড়ে মিঠুন।
বর্তমান আসানসোল জেলা সংশোধনাগারই ঠিকানা অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁকে বাদ দিয়ে কীভাবে হবে সংগঠন? সামনেই যে পঞ্চায়েতের লড়াই। অনুব্রতর গড়ের রাশ কার হাতে থাকবে, তা নিয়েই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এমন অবস্থায় পঞ্চায়েতের আগে কী হবে তৃণমূলের ‘প্ল্যান বি’? সেটাই আলোচ্য। পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ জেলা বীরভূম। বীরভূমে দল পরিচালনা করছে জেলার দুই সাংসদ এবং চার বিধায়কদের নিয়ে তৈরি একটি কমিটি। কেষ্টর গ্রেফতারির পরও তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরায়নি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মাস কয়েক আগে বিভিন্ন জেলা নিয়ে ম্যারাথন বৈঠক করেছে। অভিষেকও বৈঠক করেছেন। অনুব্রতর ওপরেই ভরসা রেখেছে দল। এবার সেই বোলপুরে মিঠুন কী বার্তা দেন, সেটাই দেখার।