Satabdi Roy: জল-বাড়ির অভিযোগ শুনে শতাব্দী বললেন, ‘ওরা বিজেপি’

Satabdi Roy: এছাড়াও আবাস যোজনার তালিকায় ওঠেনি অনেকের নাম। পাশাপাশি চরিচা পঞ্চায়েতের বিরুপুর গ্রামে মুখাগ্নিতলা ও মন্দিরের কাজও শেষ হয়নি। সেই সংক্রান্ত বিভিন্ন ইস্যু তুলে বিক্ষোভ দেখান তাঁরা।

Satabdi Roy: জল-বাড়ির অভিযোগ শুনে শতাব্দী বললেন, ‘ওরা বিজেপি’
শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 22, 2023 | 1:53 PM

বীরভূম: কয়েকদিন আগের ঘটনা। ‘দিদির দূত’ (Didir Doot) কর্মসূচিতে বেরিয়ে মেজাজ হারিয়ে ফেলেছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। সেই ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই রবিবার আবারও দিদির দূত কর্মসূচিতে বের হন সাংসদ। তাঁকে কাছে পেয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এবারের ঘটনাস্থল মহম্মদবাজার পঞ্চায়েতের ফুল্লাইপুর গ্রাম। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব রয়েছে। এছাড়াও আবাস যোজনার তালিকায় ওঠেনি অনেকের নাম। পাশাপাশি চরিচা পঞ্চায়েতের বিরুপুর গ্রামে মুখাগ্নিতলা ও মন্দিরের কাজও শেষ হয়নি। সেই সংক্রান্ত বিভিন্ন ইস্যু তুলে বিক্ষোভ দেখান তাঁরা।

এক এলাকাবাসী বলেন, “আমাদের গ্রামে কল নেই। এমনকী পানীয় জল পাই না আমরা। বাড়ি ভেঙে দিয়ে চলে গেছে তবুও বাড়ি পাইনি। আমরা জল চাই, রাস্তা চাই।”

যদিও শতাব্দী রায় নাম না করে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে। তাঁর দাবি কোন পতাকা নিয়ে লোকজন বিক্ষোভ দেখাচ্ছিল তা সকলে দেখেছে। শতাব্দী রায় বলেন, “যেগুলো ওরা পায়নি সেগুলো বলছিল। ওইগুলো চেষ্টা করব আমরা করে দিতে। আসলে যে পতাকার তলায় দাঁড়িয়ে ওরা কথা বলছিল তা সকলে দেখেছে। ওখানে বিজেপির পতাকা উড়ছে। সেই কারণে ওদের সুর অন্য।”

প্রসঙ্গত, গতবার দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই তৃণমূল সাংসদ। বীরভূমের বিষ্ণুপুরের তেঁতুলিয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে সাজানো খাবারের সামনে ছবি তোলেন। কিন্তু মুখে খাবার না দিয়েই উঠে পড়েন। আর এই নিয়ে তৈরি হয় বিতর্ক। এ ব্য়াপারে সাংসদকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। ওই প্রশ্নের কোনও উত্তর দেননি। কিন্তু এই ঘটনা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি।