Child Death: কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ল বাড়ি, ঘুমের মধ্যেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু ২ বছরের দুধের শিশুর
Birbhum: ঘটনাটি বীরভূমের মুরারই থানার সারদুয়ারি-কনকপুর গ্রামের। গতকাল রাত্রিবেলা নিজের বাড়িতে সপরিবারে ঘুমোচ্ছিলেন রোহিত কোনাই নামে এক ব্যক্তি।
মুরারই: রাজ্যজুড়েই চলছে ঝড়-বৃষ্টি। গতকালও কালবৈশাখী ঝড়ের দাপট দেখছে জেলাগুলি। এরই মধ্যে মর্মান্তিক ঘটনা। ঝড়ের জেরে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু দু’বছরের শিশুকন্যার। মৃতের নাম সঙ্গীতা কোনাই। জখম আরও এক শিশুসহ তিনজন। আহতদের সকলকে উদ্ধার করে স্থানীয় মুরারই ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি বীরভূমের মুরারই থানার সারদুয়ারি-কনকপুর গ্রামের। গতকাল রাত্রিবেলা নিজের বাড়িতে সপরিবারে ঘুমোচ্ছিলেন রোহিত কোনাই নামে এক ব্যক্তি। সেই সময় আচমকাই ঝড়-বৃষ্টি শুরু হয়। সেই ঝড়ের দাপটে মাটির দেওয়াল ভেঙে পড়ে বাড়ির। তাতেই চাপা পড়ে মৃত্যু হয় সঙ্গীতার।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “গতকাল রাত্রে আমাদের প্রতিবেশীর বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। ঘর ভাঙার সময় ওরা ঘুমোচ্ছিল ঘরের ভিতর। পাড়া প্রতিবেসী এসে তিনজন উদ্ধার করলেও মেয়েটাকে বাঁচাতে পারেনি। মারা যায়।” প্রসঙ্গত, সোমবারই কালবৈশাখীতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। বৃহস্পতিবার ফের সেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে। আগামী দুদিন অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মালদহ এবং দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে।
কলকাতার ক্ষেত্রে দিনের বেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বিকেলে বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার পর্যন্ত এই রকম আবহাওয়া থাকবে বলে আবহাওয়াবিদদের অনুমান।