Birbhum Crime: তরুণীর মোবাইলে টান, মুঠো চাপতেই চলন্ত ট্রেন থেকে ধাক্কা মারল যুবক

Nalhati: তরুণীর দাদু জানান, সমস্ত তথ্য জোগাড় করা হয় ওই যুবকের। লোহাপুরেই থাকেন তিনি।

Birbhum Crime: তরুণীর মোবাইলে টান, মুঠো চাপতেই চলন্ত ট্রেন থেকে ধাক্কা মারল যুবক
তরুণীকে ট্রেন থেকে ধাক্কা। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2022 | 10:12 PM

বীরভূম: কলেজ থেকে বাড়ি ফিরছিলেন তরুণী। চলন্ত ট্রেন থেকে তাঁর হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিতে চান এক যুবক। তরুণীও পাল্টা মুঠোয় চেপে ধরে মোবাইল ফোনটি। অভিযোগ, ফোনটি হাতে না পেয়ে রাগে ওই তরুণীকে ট্রেন থেকে ফেলে দেন যুবক। বরাত জোরে প্রাণে বেঁচে যান ওই কলেজ পড়ুয়া। তবে মাথায় ফেটে যায় তাঁর। হাতে, পায়েও আঘাত পান। নলহাটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই ছাত্রীর পরিবারের দাবি, তাঁরা অভিযুক্তের নাম, ঠিকানা জানতে পেরেছে। পুলিশকে তা জানানোর পরই গ্রেফতারও করা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। বৃহস্পতিবার নলহাটির লোহাপুরে ঘটনাটি ঘটে। এই ঘটনায় গুরুতর জখম ওই ছাত্রীকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, নলহাটির হীরালাল ভকত কলেজে প্রথম বর্ষের ছাত্রী ওই তরুণী। এদিন মোড়গ্রাম থেকে নলহাটি যাচ্ছিলেন। লোহাপুরের কাছে ঘটনাটি ঘটে। আপাতত হাসপাতালে বেডেই রয়েছেন তিনি। মাথায় ব্যান্ডেজ, হাতে স্যালাইনের চ্যানেল। চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট।

ওই ছাত্রীর দাদু জানান, “প্রতিদিনই এই পথে আমার নাতনি কলেজে যায়। এদিনও তাই যাচ্ছিল। ও মোড়গ্রাম থেকে ট্রেন ধরে। লোহাপুর স্টেশন থেকে যখন ট্রেনটা ছাড়ল, ওর হাত থেকে মোবাইলটা একটা ছেলে কেড়ে নেয়। এদিকে নাতনিও শক্ত করে ধরেছিল ফোনটা। এরপরই মোবাইল না পেয়ে ওকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। লোহাপুর ছাড়ার পর এই ঘটনা ঘটে। ছেলেটা চলন্ত ট্রেন থেকে নেমে পালায়। আমার নাতনি কোনওক্রমে প্রাণে বেঁচে গিয়েছে। তবে মাথায় খুব চোট পেয়েছে। হাতে পায়েও লেগেছে। প্রাথমিকভাবে লোহাপুরে চিকিৎসা করা হয়েছে। সেখান থেকে রামপুরহাট হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। এখন রামপুরহাটে এসেছি। এর মধ্যে আমি নলহাটিতে নাতনির কলেজে গিয়ে একটা চিঠিও দিয়ে এসেছি।”

তরুণীর দাদু জানান, সমস্ত তথ্য জোগাড় করা হয় ওই যুবকের। লোহাপুরেই থাকেন তিনি। তাঁর ঠিকানা, বিস্তারিত জেনেই পুলিশকে জানানো হয়। পুলিশ ধরেও ফেলেছে অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রেল পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে তারাই তদন্ত শুরু করে। জানানো হয় নলহাটি থানাকেও। পুলিশ সূত্রে খবর, ওই যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার মূল কারণ জানার চেষ্টা করা হচ্ছে। এই তরুণী ওই যুবকের পূর্ব পরিচিত নাকি ছিনতাইয়ের উদ্দেশে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: Anubrata Mondal Controversy: বুকের পরীক্ষা করতে এসে সেই মেশিনের বুকের উপর বসে ‘চায়ে পে চর্চায়’ অনুব্রত 

আরও পড়ুন: Teacher Arrested: ছাত্রী ব্যালকনিতে না এলে মন ভাল লাগে না স্যরের, এরপর যা পরিণতি হল শিক্ষকের…