West Bengal Panchayat Elections 2023: তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে পরপর দুটি বোমা, তপ্ত মল্লারপুর
West Bengal Panchayat Elections 2023: প্রচার সেরে বাড়িতে ঢুকছিলেন। সেসময়ে আচমকাই পিছন থেকে বিকট শব্দ। প্রথমটায় হকচকিয়ে গিয়েছিলেন। তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ
বীরভূম: প্রচার সেরে বাড়িতে ঢুকছিলেন। সেসময়ে আচমকাই পিছন থেকে বিকট শব্দ। প্রথমটায় হকচকিয়ে গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই আরও বিকট শব্দ। বোমা পড়ে রীতিমতো তাঁর এক হাত দূরে। অভিযোগ তেমনই। প্রচার সেরে বাড়ি ঢোকার মুখে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের মল্লারপুরের হাজিপুর গ্রামে। এলাকার সিপিএম প্রার্থী ও তার ভাইদের বিরুদ্ধে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।
ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের ডাবুক গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর সংসদ হাজিপুর গ্রাম। সেখানে তৃণমূলের হয়ে পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছেন আপেল হক। তাঁর পরিবারের অভিযোগ, বুধবার রাতে তিনি হাজিপুর গ্রামের চারমাথা মোড়ে গিয়েছিলেন। প্রচার সেরে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কিছুটা আগে পর্যন্ত তাঁর সঙ্গে কর্মী সমর্থকরা ছিলেন। তারপর তাঁর নিজেরা নিজেদের বাড়ি চলে যান। আপেল একাই বাড়ি ফিরছিলেন।
অভিযোগ, তখনই পিছন থেকে কে বা কারা তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে। তিনি ছুটে অন্যত্র চলে যান। বোমার অভিঘাতে বাড়ির টিনের দেওয়াল রীতিমতো তুবড়ে গিয়েছে। পরিবারের অভিযোগ, একই সংসদের সিপিএমের প্রার্থী সাজিরুল সেখের ভাই ও তাঁদের লোকজনই এই ঘটনার সঙ্গে জড়িত। এই বোমাবাজির সঙ্গে তাঁরাই জড়িত বলে অভিযোগ। বাড়ির সামনে থেকে উদ্ধার হয় আরও দুটি তাজা বোমা।
তৃণমূল কংগ্রেসের প্রার্থীর অভিযোগ , তাঁকে প্রাণে মেরে ফেলতেই বোমা ছোড়া হয়েছে। সিপিএমের প্রার্থীর ভাই ও তার দলের লোকজনেরা। যদিও সিপিএমের পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্ত শুরু হয়েছে।