BJP MLA: ‘এক গালে চড় মারলে, আর এক গালে কামড়ে দিন’, বিধায়কের আজব বিধান
BJP MLA: আগামী বুধবার রাজ্যে আসছেন অমিত শাহ। তার আগে রবিবার বাঁকুড়ার ওন্দা ব্লকে সমাবেশের প্রস্তুতি সভা করে বিজেপি। ওই দলীয় কর্মসূচির মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশে এই সব মন্তব্য করেন বিজেপি বিধায়ক।
বাঁকুড়া: শাহি সভার আগেই বিতর্কে রাজ্যের বিজেপি বিধায়ক। কেউ পথ আটকালে তাঁর টুঁটি ধরে বাসে তুলে গঙ্গার জলে চুবিয়ে দিন। দলীয় কর্মীদের এই ভাষাতেই নিদান দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপির বিধায়ক অমরনাথ শাখা। আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপির সভায় উপস্থিত থাকবেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভায় যাওয়ার পথে বাধা এলে, কাউকে রেয়াত করা হবে না বলে কার্যত প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন ওই বিধায়ক। তবে তাঁর দাবি, এই মন্তব্যে কোনও উস্কানি নেই। তাঁর এই বার্তায় তৈরি হয়েছে বিতর্ক। তবে, তৃণমূলের কটাক্ষ, কলকাতার সভায় লোক হবে না জেনে আগে থেকেই প্রলাপ বকছে বিজেপি নেতৃত্ব।
রবিবার বাঁকুড়ার ওন্দা ব্লকের পুঞ্চা শিবতলা এলাকায় ২৯ নভেম্বর কলকাতা আয়োজিত সমাবেশের প্রস্তুতি সভা করে বিজেপি। ওই দলীয় কর্মসূচির মঞ্চ থেকে কর্মীদের উদ্দেশে বিধায়ক অমরনাথ শাখা বলেন, “আগামী ২৯ নভেম্বর কলকাতার সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল পথ আটকালে তাঁদের টুঁটি ধরে বাসে তুলবেন, তারপর গঙ্গার জলে চোবাবেন।” তাঁর দাবি, কোথাও কোথাও বাধা দেওয়া হতে পারে তাঁদের। বিধায়ক আরও বলেন, “কেউ এক গালে চড় মারলে আর এক গালে এমন কামড় দেবেন যে গাল থেকে যেন মাংস উঠে আসে।”
অমরনাথ শাখার যুক্তি কোনও উস্কানিমূলক বক্তব্য দেননি তিনি। এর আগে কলকাতায় দলীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার অভিজ্ঞতা তাঁদের ভাল নয় বলেও মন্তব্য করেন বিধায়ক। তাঁর দাবি, কর্মীদের আগে থেকেই সচেতন করে দেওয়া হচ্ছে। অবশ্য বিধায়কের এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তী বলেন, “বিজেপির কলকাতার সমাবেশে লোক হবে না, সেটা বুঝতে পেরে আগে থেকেই এই সমস্ত প্রলাপ বকতে শুরু করেছে বিজেপি।”