‘পা-টা আমার ভাল হয়ে গেছে’, প্লাস্টার কাটবেন কবে? জানালেন মমতা
বিরোধীদের কেউ কেউ একে 'নির্বাচনী গিমিক' বলছেন। কেউ আবার বলছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার বহিঃপ্রকাশ।
মুর্শিদাবাদ: নন্দীগ্রামে প্রচারে গিয়ে মাসদেড়েক আগে পায়ে চোট পেয়েছিলেন মমতা। তারপর থেকে পায়ে প্লাস্টার লাগিয়ে হুইল চেয়ারের টানা প্রচার করে চলেছেন তিনি। যদিও দীর্ঘ সময় কেটে গেলেও কেন তিনি প্লাস্টার কাটছেন না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের কেউ কেউ একে ‘নির্বাচনী গিমিক’ বলছেন। কেউ আবার বলছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার বহিঃপ্রকাশ। যদিও অবশেষে এ দিন বিষয়টি নিয়ে মুখ খোলেন মমতা। জানান, পা সেরে গিয়েছে। প্লাস্টার কবে কাটা হবে সেটাও জানিয়েছেন তৃণমূল নেত্রী।
চিকিৎসকেরা জানাচ্ছেন, পা ভাঙলে সাধারণত এক-থেকে দেড় মাস প্লাস্টার রাখার প্রয়োজন পড়ে। তারপর তা কেটে ধীরে ধীরে হাঁটাচলা শুরু করে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়। যদিও বিরুলিয়া বাজারের দুর্ঘটনায় মমতার পা ভাঙেনি। বরং পায়ের পাতায় চাপ পড়ায় সামান্য চিড় ধরেছিল বলে দাবি করা হয় তৃণমূল সূত্রে। তা সত্ত্বেও কেন এতদিন ধরে মমতা প্লাস্টার পায়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। সঙ্গে উড়ে আসছে কটাক্ষ মিশ্রিত শ্লেষও।
আরও পড়ুন: আধাসেনাকে রুখতে নতুন ‘নিদান’ মমতার, ‘অস্ত্র’ এ বার কোভিড
বিষয়টি নিয়ে আজ অবশেষে মুখ খোলেন মমতা। বলেন, “আমি জেলায় জেলায় ঘুরছি। আমার পায়ে চোট থাকা সত্ত্বেও আমি কিন্তু এই দেড় মাস আপনাদের জন্য ঘুরে ঘুরে বেরিয়েছি। এখন হয়তো আমার পা-টা ভাল হয়ে গেছে। কিন্তু যেহেতু আমি বাড়িতে যেতে পারছি না তাই প্লাস্টার কাটতে পারছি না। আমি তো ১০ দিন ধরে বাইরে। টানা ১০ দিন বাইরে আছি। ওখানে গিয়ে আমায় প্লাস্টার কাটতে হবে।”
আরও পড়ুন: ইভিএম নিতে এসে হঠাৎই শরীর অস্থির করতে থাকে, গাড়ি অবধি তোলার আগেই সব শেষ!