By-Election: যেখানেই প্রচারে বিজেপি প্রার্থী, পিছু পিছু তৃণমূলের পতাকা হাতে ‘ওরা’! ভোট প্রচারে উত্তপ্ত দিনহাটা

Coochbehar: এই দিনহাটা কেন্দ্রে একুশের বিধানসভা ভোটে বিজেপি তাদের সাংসদ নিশীথ প্রামাণিককে প্রার্থী করে। সেই ভোটে নিশীথ জয়ীও হন। কিন্তু ভোটে জিতলেও পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি।

By-Election: যেখানেই প্রচারে বিজেপি প্রার্থী, পিছু পিছু তৃণমূলের পতাকা হাতে 'ওরা'! ভোট প্রচারে উত্তপ্ত দিনহাটা
ভোট প্রচারে উত্তেজনা দিনহাটায়। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2021 | 2:50 PM

কোচবিহার: বিজেপি (BJP) প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল দিনহাটায় (Dinhata By-Election)। অভিযোগ, প্রার্থী অশোক মণ্ডলকে নিয়ে ভোট প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। তৃণমূলের (Trinamool) লোকজন এই বিক্ষোভ দেখান বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে নিয়ে ভোট প্রচারে বের হন মিহির গোস্বামী। দিনহাটা শহরে প্রচার করছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন তৃণমূল নেতা কর্মী-সমর্থক তাঁদের ঘিরে ধরেন। এমনকী অশোক মণ্ডল যেখানে যেখানে যাচ্ছিলেন, সেখানে গিয়ে তৃণমূলের লোকেরা তাঁদের দলীয় পতাকা, ফেস্টুন তুলে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ। ‘জয় বাংলা’ ধ্বনিও ওঠে সেখানে।

যেখানেই অশোক মণ্ডল যাচ্ছিলেন, সেখানেই পিছু পিছু তৃণমূলের লোকজন গিয়ে হাজির হচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। এক জায়গায় প্রার্থী অশোক মণ্ডল ও বিধায়ক মিহির গোস্বামী হেনস্তারও অভিযোগ ওঠে। ধাক্কাধাক্কি করার অভিযোগ তোলেন বিজেপি নেতারা। স্বভাবতই দিনহাটার উপনির্বাচনের প্রচার ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। যদিও বিজেপি প্রার্থীর প্রচারে দলীয় কর্মীর সংখ্যা শাসকদলের কর্মীর সংখ্যায় কম থাকায় বিজেপির লোকজন কোনও প্রতিবাদ ঝামেলায় জড়াননি।

এই দিনহাটা কেন্দ্রে একুশের বিধানসভা ভোটে বিজেপি তাদের সাংসদ নিশীথ প্রামাণিককে প্রার্থী করে। সেই ভোটে নিশীথ জয়ীও হন। কিন্তু ভোটে জিতলেও পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। তৃণমূলের দাবি, বিজেপির প্রার্থী ভোটে জিতেছিলেন। ২ মে ফল প্রকাশ হয়েছে। এর পর এতগুলো মাস এই দিনহাটা কেন্দ্রের মানুষ কোনও রকম পরিষেবা পাননি। তৃণমূলের বক্তব্য, সে কারণেই সাধারণ মানুষ বিজেপিকে আর সহ্য করতে পারছে না। বিজেপি প্রার্থী প্রচারে বেরোলে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে।

এ প্রসঙ্গে নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, “আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনও নির্বাচনে এ ধরনের অসভ্যতা, অশালীনতা এবং সন্ত্রাস আমি দেখিনি। আমরা যে বাড়িতে বসেছিলাম, তার ভিতরে ঢুকেও আক্রমণ চালিয়েছে। আমার সঙ্গে মাত্র ১০-১২ জন ছিলেন। সেখানে ঢুকে ভাঙচুর করেছে। আমি প্রার্থীকে নিয়ে প্রচারে গেলে আমাদের ঘিরে ধরে। আমাকে এবং প্রার্থীকে শারীরিক হেনস্তা করা হয়েছে। আমার সঙ্গে আরও চার পাঁচজন যে ছিলেন তাঁদেরও হেনস্তা করেছে। এরকম অসভ্যতা আগে দেখিনি।”

মিহির গোস্বামীর দাবি, “রবিবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম দিনহাটায় গিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখে গিয়েছেন। আর এখানকার তৃণমূলের যিনি প্রার্থী তিনি তো সন্ত্রাসের রাজা হিসাবেই পরিচিত। উদয়ন গুহ বামপন্থী রাজনৈতিক আমল থেকেই সন্ত্রাস করে চলেছেন। এই মানুষগুলোকে সামনে এগিয়ে দিয়ে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল। প্রার্থী নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ দায়ের করবেন। যা দেখছি তাতে স্পষ্ট বাংলায় আইনের শাসন নেই। আছে শাসকের শাসন।”

যদিও দিনহাটা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন, “কে গিয়েছে, কে কাকে বিক্ষোভ দেখিয়েছে এসব অভিযোগ পায়ের তলায় মাটি না থাকলে হয়। যখন বুঝতে পারছে মানুষ পাশ থেকে সরে গিয়েছে, তখন এই সমস্ত অভিযোগ করে বাজার গরম করার চেষ্টা করছে। আর কারও হাতে তৃণমূলের পতাকা রয়েছে মানেই তিনি তৃণমূলের কর্মী এর তো কোনও মানে নেই। দিনহাটায় হাজার হাজার তৃণমূলের পতাকা রয়েছে। যে কেউ তা হাতে নিয়ে ছবি তুলতে পারে।”

আরও পড়ুন: Coal Scam: কয়লাকাণ্ডে আবারও তৎপর ইডি, লালার চাপ বাড়িয়ে ওয়ারেন্ট জারি হিসাবরক্ষকের বিরুদ্ধে