Coochbehar: ‘আমি তৃণমূল করি, বোন বিজেপি, বাঁচাতে যাব কীভাবে!’, কেঁদে ফেললেন নির্যাতিতার দিদি

Dinhata: টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে নির্যাতিতার দিদি বলেন, 'আমি তৃণমূল করি। আমার বোন করে বিজেপি। আমি কী করে যাব তখন বাঁচাতে? আমার বোনকে এভাবে মারছে, আমি কী করে তখন যাব?'

Coochbehar: 'আমি তৃণমূল করি, বোন বিজেপি, বাঁচাতে যাব কীভাবে!', কেঁদে ফেললেন নির্যাতিতার দিদি
মাথাভাঙার নির্যাতিতার দিদিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 30, 2024 | 3:57 PM

মাথাভাঙা: মাথাভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। তার আঁচ গিয়ে পড়েছে দিল্লির বুকেও। জাতীয় মহিলা কমিশনের থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে কোচবিহারে। রবিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি। আর এরপরই টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার দিদি। উল্লেখ্য, মাথাভাঙার ওই ঘটনার পর নির্যাতিতার ওই দিদির স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার দিদি জানালেন তাঁর বোন বিজেপির সমর্থক, আর তিনি তৃণমূলের।

কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার বোনকে যখন এভাবে মারধর করা হচ্ছিল, তখন আমার স্বামী চেয়েছিলেন বোনকে বাঁচাতে। সেই কারণে ছবি তুলে রেখেছিলেন। সেই ছবিটার জন্যই আমার স্বামীকে গ্রেফতার করল। আমি তৃণমূল করি। আমার বোন করে বিজেপি। আমি কী করে যাব তখন বাঁচাতে? আমার বোনকে এভাবে মারছে, আমি কী করে তখন যাব?’ এরপরই ওই মহিলা আরও বলেন, ‘আমি পার্টি বুঝি না। আমি অন্তরের টানে আমার বোনকে বাঁচাতে গিয়েছিলাম। তার জন্য চক্রান্ত করে আমার স্বামীর নাম দিয়ে দিয়েছে।’

যারা তাঁর বোনের উপর এই অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ, তাদের শাস্তির দাবি তুলেছেন মাথাভাঙার ওই নির্যাতিতার দিদি। একইসঙ্গে তাঁর স্বামীর মুক্তির দাবিও তুলছেন তিনি। তাঁর দাবি, স্বামী ভেবেছিলেন ছবি তোলা থাকলে অন্তত একটা প্রমাণ থাকবে। সেই ভেবেই তাঁর স্বামী ছবি তুলেছিলেন। কিন্তু সেই ছবি তোলাই যে কাল হবে, তা বুঝতে পারেননি তিনি। সেই ছবি যে কীভাবে ভাইরাল হল, কে ভাইরাল করল, তাও ভেবে কূল কিনারা পাচ্ছেন না নির্যাতিতার দিদি।