Dinhata: দিনহাটায় কি ‘বাঘা তেঁতুল’ বনাম ‘বুনো ওলের’ লড়াই?

By election : দিনহাটা কেন্দ্রে তৎকালীন দোর্দণ্ডপ্রতাপ কমল গুহর পুত্র উদয়ন গুহকে পরাজিত করেছিলেন পোড় খাওয়া এই রাজনীতিবিদ।

Dinhata: দিনহাটায় কি 'বাঘা তেঁতুল' বনাম 'বুনো ওলের' লড়াই?
বামদিকে উদয়ন গুহ ও ডানদিকে অশোক মণ্ডল (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2021 | 5:53 PM

দিনহাটা: বাংলায় এখনও চারটি কেন্দ্রের ভোট বাকি । চলতি মাসের শেষেই রয়েছে রাজ্যের (West Bengal) ওই চার কেন্দ্রের উপনির্বাচন (By-election)। খড়দহ, দিনহাটা,শান্তিপুর আর গোসাবা। এবার দিনহাটা(Dinhata) উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন অশোক মণ্ডল (Ashok Mondal)। একসময় উত্তরবঙ্গ থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন একমাত্র এই বিধায়ক।

সালটা ২০০৬। দিনহাটা কেন্দ্রে তৎকালীন দোর্দণ্ডপ্রতাপ কমল গুহর পুত্র উদয়ন গুহকে পরাজিত করেছিলেন পোড় খাওয়া এই রাজনীতিবিদ। এবারের উপনির্বাচনে উদয়ন গুহর বিরুদ্ধে অশোক মণ্ডলকে প্রার্থী করে একটা মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করলো বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

দিনহাটার ভোটারদের কাছে অশোক মণ্ডল খুব পরিচিত একটা নাম। তাঁর বাবা উমেশ মণ্ডল ছিলেন ১০ বছরের দিনহাটার বিধায়ক।

এদিকে, ভোট পরবর্তী অশান্তি ঘিরে বারবার খবরে এসেছে দিনহাটার নাম। জেলা জুড়ে টান-টান উত্তেজনা রয়েছে। তাই জেলায় ‘শান্তি ‘ প্রতিষ্ঠা করার জন্য বারবার জোর দিচ্ছে বিজেপি। অশোক মণ্ডল বলেন,”মানুষের আনন্দ তখনই থাকবে যখন শান্তি থাকবে। এখন এখানকার মানুষ ন্যায়কে ন্যায় বলতে ভয় পান। সত্যি স্বীকার করতে ভয় পান। এক পেশে রাজনীতি হচ্ছে। এই এক পেশে রাজনীতি এবার বন্ধ করতে হবে। তাই শান্তি প্রতিষ্ঠার স্বার্থে দিনহাটার মানুষকে আবেদন করব বিজেপিকে ভোটে জেতাতে। ”

অন্যদিকে, দিনহাটায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন উদয়ন গুহ। ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলের পতাকা যেদিন থেকে ধরেছেন উদয়ন, সেদিন থেকেই উত্তরবঙ্গে বেশ সক্রিয় তিনি। এমনকী কলকাতার নেতৃত্বকে ‘খুশি’ রাখতে বিরোধীদের অবিরাম আক্রমণ শানিয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থেকেছেন বিরোধীদের বিরুদ্ধে। সেই সক্রিয়তার পুরস্কার পেলেন তিনিও। দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতার পছন্দের প্রার্থী তিনিই।

ভোট প্রচারে গিয়ে উদয়ন বলেন,” আমার উপর রাগ হতে পারে। প্রধানের উপর রাগ হতে পারে। পঞ্চায়েতের উপর রাগ হতে পারে। কিন্তু চোরের পর রাগ করে যেমন ভাত খাওয়া যায় না, তেমনই এদের উপর রাগ করে মমতাকে দুর্বল করা যাবে না। মমতাকে দুর্বল করা মানে নিজে দুর্বল হয়ে যাবেন। আর যাদের উপর আমাদের রাগ আছে তাদের আমরা পরে শায়স্তা করব। এই উপনির্বাচনের কথা মাথায় রেখে আমাদের টার্গেট ৫৭ নয়। ষাট হাজারের বেশি ভোটে জেতা। আমরা ভোটে এমন রেকর্ড করব যাতে এই রেকর্ড কোনওদিন কেউ ভাঙতে না পারে।”

সাংগঠনিক দিক থেকে তৃণমূল এই কেন্দ্রে অনেকটা এগিয়ে থাকলেও, বর্তমান পরিস্থিতি ও উদয়ন গুহর উপর ক্ষোভ যদি ফলাফলে পরে তাহলে তা তফাৎ গড়ে দিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে দিনহাটার কুর্সি দখলের লড়াই যে জমে উঠেছে বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: Sabyasachi Dutta: ‘হজম’ হল না লুচি-আলুরদম ডিপ্লোমেসি! যে খেলেন আর যিনি খাওয়ালেন, ফের তৃণমূলে