Panchayat Elections 2023: নির্দল হিসেবে মনোনয়ন দিতে আসা তৃণমূল নেত্রীর ব্যাগ কেড়ে পাঁইপাঁই ছুট ৪ দুষ্কৃতীর

Panchayat Elections 2023: জানা গিয়েছে, গোবরাছাড়া নয়ারহাট এলাকার তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যা রুমিনা বিবি। তিনি নির্দল প্রার্থী হয়ে মঙ্গলবার সাহেবগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসেন।

Panchayat Elections 2023: নির্দল হিসেবে মনোনয়ন দিতে আসা তৃণমূল নেত্রীর ব্যাগ কেড়ে পাঁইপাঁই ছুট ৪ দুষ্কৃতীর
রুমিনা বিবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 6:12 PM

দিনহাটা: বিডিও অফিসে এসেছিলেন মনোনয়ন জমা দিতে। কিন্তু তার আগেই অঘটন। পুলিশের সামনে প্রার্থীর হাত থেকে মনোনয়নের কাগজপত্র, টাকা সহ ব্যাগ ছিনিয়ে পালাল একদল দুষ্কৃতী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গোবরাছাড়া নয়ারহাট এলাকার তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য রুমিনা বিবি। তিনি নির্দল প্রার্থী হয়ে মঙ্গলবার সাহেবগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসেন। দলীয় টিকিট পাবেন না ধরে নিয়ে নির্দল হয়ে দাঁড়াচ্ছেন। এরপর বিকেল সোয়া তিনটা নাগাদ ব্লক অফিস থেকে বেরতেই তাঁর হাত থেকে কাগজ ও নথিপত্র থাকা একটি ব্যাগ নিয়ে পালায় চারজন ব্যক্তি। ওই মহিলা চিৎকার শুরু করতে করলে পিছনে ধাওয়া শুরু করে পুলিশ। কিন্তু ততক্ষণে বিডিও অফিসের পিছনের দিক থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ওই মহিলা। তিনি আরও বলেন, “আমি এবং আমার স্বামী যে বাইকে করে এসেছিলাম তার ব্যাটারিও চুরি করেছে। শুধু তাই নয়, তার ছিঁড়ে দিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।”