কথা কাটাকাটি চলছিল মায়ের সঙ্গে, মাঝে চলে আসায় বাবার গলায় ‘কাঁচি ঢোকালেন’ ছেলে!

Coochbehar: স্থানীয়রাই পুলিনকে উদ্ধার করে মেখলিগঞ্জ হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কথা কাটাকাটি চলছিল মায়ের সঙ্গে, মাঝে চলে আসায় বাবার গলায় 'কাঁচি ঢোকালেন' ছেলে!
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2021 | 9:23 AM

কোচবিহার: সামান্য বিষয় নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি। তা থেকেই চরম পরিণতি। ধান কাটার কাঁচি দিয়ে বাবার গলা ফুটো করে দিলেন ছেলে! ভয়ঙ্কর অভিযোগ কোচবিহারের (Cooche Behar) মেখলিগঞ্জে। আশঙ্কাজনক অবস্থায় ওই প্রৌঢ় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন।

পুলিন রায় তাঁর স্ত্রী ও এক মাত্র ছেলেকে নিয়ে মেখলিগঞ্জের চৌরঙ্গী এলাকায় থাকেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, মাঝেমধ্যেই ওই পরিবারে ছেলে অশান্তি করেন। বৃহস্পতিবার রাতেও অশান্তি শুরু হয়েছিল মা ও ছেলের মধ্যে। রোজকার ঘটনা ভেবে তাতে বিশেষ আমল দেননি তাঁরা। কিন্তু পরে পুলিনের স্ত্রীয়ের আর্তনাদ শুনে ছুটে যান তাঁরা। প্রতিবেশীদের কথায়, তাঁরা ঘরে ঢুকতেই পুলিনের ছেলে হুড়োহুড়ি করে ঘর থেকে বেরিয়ে যান। মাটিতে পড়ে রক্তাক্ত অবস্থায় তখন কাতরাচ্ছেন পুলিশ।

স্থানীয়রাই পুলিনকে উদ্ধার করে মেখলিগঞ্জ হাসপাতালে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে বেডে শুয়ে পুলিন আফসোস করে বলেন, “ছেলের জন্ম দেওয়াই ভুল হয়েছে। সবসময়ই অশান্তি করে। সন্ধ্যা থেকেই মায়ের সঙ্গে অশান্তি করছিল। আমি প্রথমে চুপই ছিলাম। পরে বাধা দেওয়ায় আমার দিকে তেড়ে আসে। কথা কাটাকাটির সময়ই ঘর থেকে ধান কাটার কাঁচি এনে গলায় বসিয়ে দেয়। থানায় অভিযোগ করব।”

এদিকে, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে। চিকিত্সকরা জানিয়েছেন, পুলিশের গলায় গভীর ক্ষত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক।  আরও পড়ুন: বৃষ্টির সন্ধ্যায় ফাঁকা রাস্তায় তৃণমূল কর্মীকে পিছন থেকে ডাক, ঘুরতেই ‘কোপ’!