BJP Joining : অমিত শাহের সফরের আগে দিনহাটায় উজ্জীবিত বিজেপি, ৫০০ কর্মীকে নিয়ে বিজেপিতে যোগ তৃণমূল নেতার

BJP Joining : ৫ মে রাজ্যে আসছেন অমিত শাহ। ৬ মে কোচবিহারের তিন বিঘা এলাকায় যাবেন তিনি। তাঁর সফরের আগে ৫০০ কর্মীকে নিয়ে বিজেপিতে যোগ দিলেন দিনহাটার তৃণমূল নেতা জয়দীপ ঘোষ। যা নিয়ে উজ্জীবিত জেলা বিজেপি নেতৃত্ব।

BJP Joining : অমিত শাহের সফরের আগে দিনহাটায় উজ্জীবিত বিজেপি, ৫০০ কর্মীকে নিয়ে বিজেপিতে যোগ তৃণমূল নেতার
৫০০ কর্মীকে নিয়ে বিজেপিতে যোগ দিলেন দিনহাটার তৃণমূল নেতা জয়দীপ ঘোষ
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2022 | 7:58 PM

কোচবিহার : বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে। ঠিক সেই সময় তৃণমূল ছেড়ে ৫০০ কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দিলেন জয়দীপ ঘোষের নেতৃত্বে। একসময় উদয়ন গুহর ডান হাত হিসেবে পরিচিত ছিলেন জয়দীপ ঘোষ। আজ, অক্ষয় তৃতীয়ায় দলবল নিয়ে যোগ দিলেন বিজেপিতে।

জেলা বিজেপির কার্যালয়ে জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায়ের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নেন জয়দীপ ঘোষ। পুরনির্বাচনের আগে জয়দীপ ঘোষ দিনহাটা পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য ছিলেন। তিনি দিনহাটায় তৃণমূলের একাধিক পদেও ছিলেন। তবে পুরনির্বাচনের সময় থেকে উদয়ন গুহর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। সম্প্রতি উদয়ন গুহর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন এই তৃণমূল নেতা। আজ দিনহাটা থেকে কোচবিহার আসার সময় দিনহাটার বিধায়ক উদয়ন গুহকে সবচেয়ে দুর্নীতি পরায়ণ বলে আক্রমণ করেন। আগামী দিনে উদয়নের সব দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জয়দীপ ঘোষ।

জয়দীপের যোগদান নিয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, “জয়দীপকে বিভিন্ন সময় তৃণমূল ফাঁসানোর চেষ্টা করছে। জয়দীপ আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। আজ তিনি যোগদান করলেন।” ৫ মে শিলিগুড়িতে অমিত শাহের সভা রয়েছে। সেই সভায় কোচবিহার থেকে বহু মানুষ যাবেন বলে জানান সুকুমার রায়। পরদিন ৬ মে কোচবিহারের তিন বিঘা এলাকায় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির জেলা সভাপতি বলেন, “ওইদিন থেকে কোচবিহারের বিভিন্ন জায়গায় যোগদান পর্ব চলবে। বিভিন্ন জায়গায় মানুষ বিজেপিতে যোগদানের জন্য যোগাযোগ করেছেন।”

তবে জয়দীপ ঘোষের দল ছাড়া নিয়ে দিনহাটা পুরসভার উপ-পুরপ্রধান সাবির সাহা চৌধুরী বলেন, জয়দীপ ঘোষ বারবার দল বদলেছেন। বামেদের থেকে তৃণমূলে এসেছিলেন। তৃণমূল থেকে একবার ফের ফরওয়ার্ড ব্লকে গিয়েছিলেন। আবার তৃণমূলে ফিরে আসেন। ফলে তাঁর বিজেপিতে যাওয়ায় তৃণমূলের কোনও ক্ষতি হবে না। বরং জয়দীপ যে ভাবে মানুষের উপর বিভিন্ন সময়ে আঘাত হেনেছেন তার বিরুদ্ধে মানুষ সরব হবেন বলে তাঁর দাবি।