Udayan Guha : ‘বড় অপরাধীদের ভক্ত, বাইক চালকদের যম’, পুলিশকে আক্রমণ উদয়নের

Udayan Guha : গত বছরের ৬ মে দিনহাটা মিউনিসিপ্যালিটির চার নম্বর ওয়ার্ডে আক্রান্ত হন উদয়ন গুহ। তাঁর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। হামলায় হাত ভাঙে উদয়নের। জখম হন তাঁর দুই নিরাপত্তারক্ষীও।

Udayan Guha : 'বড় অপরাধীদের ভক্ত, বাইক চালকদের যম', পুলিশকে আক্রমণ উদয়নের
গত বছরের ৬ মে হামলায় আহত উদয়ন গুহ (ফাইল ফোটো)
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2022 | 8:30 PM

দিনহাটা : রাজ্যজুড়ে বিভিন্ন ঘটনায় পুলিশের বিরুদ্ধে সরব বিরোধীরা। পুলিশি তদন্তে অনাস্থা জানিয়ে সিবিআই তদন্তের দাবি জানায়। বিরোধীদের অভিযোগ, শাসকদলের নেতাদের কথায় চলে পুলিশ। বিরোধীদের বক্তব্য উড়িয়ে দেয় শাসকদল। কিন্তু, এবার শাসকদলের বিধায়কই সরব হলেন পুলিশের বিরুদ্ধে। তাঁর উপর হামলার ঘটনায় চার্জশিট দিতে না পারায় পুলিশকে আক্রমণ করলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ(Udayan Guha)। তাঁর কথায়, পুলিশ বড় অপরাধীদের ভক্ত, বাইক চালকদের যম।

গত বছর ভোটের ফল ঘোষণার পর রাজ্যের একাধিক জেলায় হিংসার ঘটনা ঘটে। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়েছিল দিনহাটাও। ৬ মে দিনহাটা মিউনিসিপ্যালিটির চার নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন উদয়ন। সেখানেই ‘বয়েজ ক্লাব’-এর সামনে আক্রান্ত হন তিনি। তাঁর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। হামলায় হাত ভাঙে উদয়নের। জখম হন তাঁর দুই নিরাপত্তারক্ষীও।

ঘটনার তদন্তে নেমে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে একজন বিজেপি নেতা অজয় রায়। গ্রেফতারের কয়েকমাস পর জামিনে ছাড়া পান তিনি। জামিন পাওয়ার পর অজয় রায়ের বাড়িতে হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ উদয়নের ফেসবুক পোস্ট নিয়ে তিনি বলেন, “দিনহাটায় দুষ্কৃতীরা ওঁর সঙ্গে ঘুরে বেড়ান। ওইসব দুষ্কৃতীদের চোরাই বাইক, নম্বর প্লেট না থাকা বাইক হয়তো কয়েকটা ধরেছে পুলিশ। উনি বললেও ছাড়েননি। কিংবা উনি যেখানে বাড়িঘর ভাঙচুর করবেন, সেখানে হয়তো পুলিশের মদত চেয়েছিলেন। কিন্তু, সম্পূর্ণ মদত হয়তো পাননি। তাই, ওঁর গোঁসা হয়েছে।” গত বছরের ৬ মে উদয়নই ওই ক্লাবে হামলার জন্য গিয়েছিলেন বলেও অভিযোগ করেন বিজেপি এই নেতা।

উদয়নের উপর হামলার এক বছর হতে চললেও পুলিশ এখনও ওই মামলায় চার্জশিট দিতে পারেনি। এই নিয়ে ফেসবুকে পুলিশকে আক্রমণ করলেন তৃণমূল এই বিধায়ক। বললেন, দিনহাটার পুলিশ বড় অপরাধীদের ভক্ত আর বাইক চালকদের কাছে যম। এর আগেও এই নিয়ে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। পুলিশের বিরুদ্ধে উদয়নের পোস্ট নিয়ে কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার কোনও মন্তব্য করতে চাননি।

পুলিশকে আক্রমণের পাশাপাশি আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার বর্ষপূর্তি নিয়েও ফেসবুক পোস্ট করেন উদয়ন। একুশের বিধানসভা নির্বাচনে দিনহাটা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন উদয়ন গুহ। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে ৫৭ ভোটে হেরে যান তিনি। সাংসদ পদ বহাল রাখতে বিধায়ক পদ ছাড়েন নিশীথ। ওই আসনে উপনির্বাচন হয়। উপনির্বাচনেও উদয়নকে প্রার্থী করে তৃণমূল। আর উপনির্বাচনে বিজেপিকে প্রার্থীকে ১ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে পরাজিত করেন উদয়ন। এত ব্যবধানে জয় রাজ্য বিধানসভায় রেকর্ড। সেকথা স্মরণ করিয়ে বিজেপিকে খোঁচা দিলেন উদয়ন। বললেন, যাঁরা রেকর্ড করার সুযোগ করে দিয়েছিলেন, তাঁদের অভিনন্দন।

আরও পড়ুন : Lakshmir Bhandar: আরও ২০ লাখ মহিলা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, দেবেন খোদ মুখ্যমন্ত্রী