Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Udayan Guha: ‘এমন জায়গায় বিছুটি পাতা লাগিয়ে দেব…’, এবার কাকে ‘দাওয়াই’ দিলেন উদয়ন?

BJP vs TMC: সুকান্তর গলায় 'কোচবিহার দাওয়াই' এবং তাঁকে উদয়ন গুহর পাল্টা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে।

Udayan Guha: 'এমন জায়গায় বিছুটি পাতা লাগিয়ে দেব...',  এবার কাকে 'দাওয়াই' দিলেন উদয়ন?
উদয়ন গুহ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2022 | 9:21 PM

কোচবিহার: ফের বিস্ফোরক উদয়ন গুহ (Udayan Guha)। এবার নিশানায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন শিলিগুড়িতে বিজেপির কর্মসূচিতে গিয়ে সুকান্ত মজুমদারের গলায় ‘কোচবিহার দাওয়াইয়ের’ কথা শোনা গিয়েছে। যদিও কী সেই কোচবিহার দাওয়াই, তা খোলসা করেননি বঙ্গ বিজেপির সভাপতি। তবে এবার তাঁকে পাল্টা দিলেন কোচবিহারের তৃণমূল নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বললেন, “যদি কোচবিহার দাওয়াই কোচবিহারে এসে প্রয়োগ করতে যায়… তাহলে জনগণ এমন জায়গায় বিছুটি পাতা ঘষে দেবে, যে না পারবে কাউকে দেখাতে, না পারবে চুলকাতে।” আপাতত সুকান্তর গলায় এই কোচবিহার দাওয়াই এবং তাঁকে উদয়ন গুহর পাল্টা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে।

সুকান্ত মজুমদার এদিন বিকেলে বলেছেন, “পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস গন্ডগোলের চেষ্টা করলে আমরা কোচবিহার দাওয়াই দেব।” সেই মন্তব্যের পাল্টা দিয়ে উদয়ন গুহ বলেন, “কোচবিহার দাওয়াই কী?” এর একটি ব্যাখ্যাও উদয়নবাবু তুলে ধরেন। উদয়নের ব্যাখ্যায় কী সেই কোচবিহার দাওয়াই? মন্ত্রী বলেন, “কোচবিহার দাওয়াই হচ্ছে শীতলকুচিতে চারজনকে গুলি করে মারা। দিনহাটায় উদয়ন গুহকে মারা হচ্ছে কোচবিহার দাওয়াই।” এরপরই নিজের বিছুটি পাতার তত্ত্ব তুলে ধরেন তিনি।

যদিও আসন্ন পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেই আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, “আমরা বার বার বলছি, এবার শান্তিপূর্ণভাবে ভোট হবে। যাঁরা ভোটে দাঁড়াতে চান, তাঁরা ভোটে দাঁড়াতে পারবেন। যাঁরা ভোট দিতে চান, ভোট দিতে পারবেন। এখন কেউ যদি প্রার্থী দিতে না পারে, তাঁদের প্রার্থী জোগাড় করে দিতে আমরা পারব না।” প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ক্রমেই এগিয়ে আসছে। আর যত সময় গড়াচ্ছে, ততই তপ্ত হচ্ছে রাজনীতির বাতাবরণ। শুরু হয়ে গিয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়। বাক্যবাণ, পাল্টা বাক্যবাণ চলছে নাগাড়ে। এবার তাতে নতুন সংযোজন উদয়ন গুহর এই বিছুটি পাতার মন্তব্য।