BJP Coochbehar: বিজেপির মিছিলে ধুন্ধুমার, বোমাবাজির অভিযোগ উঠল শীতলকুচিতে

Coochbehar News: এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

BJP Coochbehar: বিজেপির মিছিলে ধুন্ধুমার, বোমাবাজির অভিযোগ উঠল শীতলকুচিতে
কোচবিহারে বিজেপির মিছিলে হামলার অভিযোগ।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2022 | 7:09 PM

কোচবিহার: বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠল শীতলকুচিতে। সম্প্রতি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সেই অভিযোগকে সামনে রবিবার মিছিল ছিল বিজেপির। সেখানেই ধুন্ধুমার কাণ্ড বাধে। অভিযোগ, তৃণমূলের দিকে। মিছিলে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে মোতায়ন করা হয় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জের অভিযোগও ওঠে।

বিজেপির দাবি, এদিনের মিছিলের জন্য সমস্তরকম অনুমতি তাদের কাছে ছিল। অভিযোগ, এরইমধ্যে এদিন শীতলকুচিতেই তৃণমূলের একটি মিছিলেরও অনুমতি দেওয়া হয়। শাসকদল ও বিরোধী শিবিরের দুই মিছিল রাস্তায় নামতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। বিজেপির জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় এই ঘটনায় সরাসরি তৃণমূলকে দায়ী করেছেন। যদিও তৃণমূলের কারও বক্তব্য এখনও পাওয়া যায়নি।

বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, “জেলায় জেলায় চোর ধরো জেল ভরো কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। আজ শীতলকুচিতেও সেই মিছিল ছিল। সকলে দেখল কীভাবে সেই মিছিল পরিকল্পিতভাবে আটকে দেওয়া হল। তৃণমূলের গুন্ডারা কীভাবে মিছিলের উপর বোমা ছুড়ল সকলে দেখেছে। সবসময়ই আমাদের কর্মীদের উপর হামলা হচ্ছে। আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। তবে বিজেপি প্রতিরোধ করবেই।”