West Bengal Panchayat Elections 2023: উত্তরের ওঁরা বড় দামি! ফের ফালাকাটায় রাজবংশীদের গড়ে অভিষেক
West Bengal Panchayat Elections 2023: এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাদের মন পাওয়ার চেষ্টা করেছেন। বারবার উত্তরবঙ্গে যাচ্ছেন তাঁরা। তৃণমূলের নবজোয়ার কর্মসূচির পর এবার পঞ্চায়েতের প্রচারে ঝড় তোলার চেষ্টা চালাচ্ছেন মমতা-অভিষেক জুটি।
আলিপুরদুয়ার: ফালাকাটা বিজেপি-র গড় বলেই পরিচিত। বিজেপির গড়ে শনিবার ফালাকাটায় প্রচারে ঝড় তুলবেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সভার জন্য বেছে নেওয়া হয়েছে শহর লাগোয়া একটি মাঠকে। পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার ও ডুয়ার্সে ইতিমধ্যেই প্রচার সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষবেলায় এবার প্রচারে আসছেন যুবরাজ।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এক্কেবারে অঙ্ক কষেই বারংবার বিজেপির খাসতালুকে যাচ্ছে ঘাসফুল শিবির। আলিপুরদুয়ারে গত বিধানাসভা নির্বাচনে ৫টি আসনের মধ্যে সব কটিই হেরেছে তৃণমূল। তবে ঘুরপথে দল ভাঙিয়ে বিধায়ক সুমন কাঞ্জিলালকে দলে টানতে সফল হয়েছে তারা। কিন্তু এর বেশি লাভের লাভ কিছুই হয় নি। আর সেই কারণেই শেষবেলায় প্রমাদ গুনছেন শাসক নেতারা।
বাংলার গত এক দশকের ভোট ইতিহাস বলছে, সব রাজনৈতিক দলের কাছেই রাজবংশীদের ভোট একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভোট ব্যাঙ্ক যেমন শক্তিশালী, তেমনি তাঁদের সমর্থন বদলও সমভাবে সক্রিয়। ফালাকাটা এলাকায় মূলত রাজবংশীদেরই আধিক্য। রাজবংশীদের ভোট ৬২ শতাংশ। তাঁদেরকে সামনে রেখেই বাংলার শাসকের টার্গেট আদতে ‘২৪ এর নির্বাচন। বিজেপি আগে থেকেই রাজবংশীদের ভোটবাক্সে থাবা বসিয়ে রেখেছে। তার ওপর অতি সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পুলিশের ‘গুলিতে’ মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু ও তাতে তৃণমূলের সরাসরি প্রতিবাদ না করার প্রভাব পড়েছে রাজবংশীদের মনে। রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এই বিষয়টি স্পষ্ট। আর সেই রাজবংশীদের সামনে রেখেই আন্দোলনের তেজ বাড়িয়েছে বিজেপি।
এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাদের মন পাওয়ার চেষ্টা করেছেন। বারবার উত্তরবঙ্গে যাচ্ছেন তাঁরা। তৃণমূলের নবজোয়ার কর্মসূচির পর এবার পঞ্চায়েতের প্রচারে ঝড় তোলার চেষ্টা চালাচ্ছেন মমতা-অভিষেক জুটি।
শনিবার অভিষেকের প্রচার শেষে জেলাজুড়ে রবিবার একগুচ্ছ প্রচার কর্মসূচি হাতে নিয়েছে বিজেপিও। আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক তার আগেই ৬২ শতাংশ রাজবংশীর মন জয়ে অভিষেক কী বার্তা দেন, সেটাই দেখার।