Cooch Behar : ছাত্রীদের গোপনাঙ্গ দেখিয়ে মুচকি হাসি যুবকের, গণধোলাইয়ের পর পুলিশের কব্জায়
Cooch Behar : লুঙ্গি তুলে মহিলাদের উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গির ঘটনায় অভিযুক্ত যুবককে উত্তমমধ্যম দিল জনতা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা শহরের হাই মাদ্রাসা চৌপথি এলাকায়।
কোচবিহার : স্কুল (School) যাচ্ছে ছাত্রীর দল। তাদের দেখেই লুঙ্গি তুলে অশ্লীল অঙ্গভঙ্গি করছে এলাকার এক যুবক। একদিন নয়, বারবার ঘটছে এই ঘটনা। মঙ্গলবারও ফের একই ঘটনা ঘটায় অভিযুক্ত যুবককে ধরে বেধড়ক মার দিল উত্তেজিত জনতা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদিন নয়, দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছে কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙার সিরাজুল মিঁয়া। এদিন তাকে হাতেনাতে ধরে অভিযুক্তকে গণপিটুনি দিলেন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার মাথাভাঙা শহরের হাই মাদ্রাসার চৌপথি এলাকার কাছে ফের কিছু স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে সিরাজুলের বিরুদ্ধে। তারপরই অভিযুক্তকে বেঁধে উত্তমমধ্যম দিল জনতা। খবর যায় পুলিশে (Police)। আটকও করা হয়েছে ওই যুবককে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার মানুষদের উত্ত্যক্ত করে আসছে ওই যুবক। আজেবাজে কথাও বলে প্রায়শই। স্কুলে যাওয়া ছোট্ট ছোট্ট মেয়েদের দেখলেই পোশাক তুলত। রোজই নানারকম খারাপ ইঙ্গিতও করে। ঘটনার প্রতিবাদ করলেও কোনও সুরাহা হয়নি। এদিকে যেসময় স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ করছেন সংবাদমাধ্যমের কাছে তখন দেখা যায় হাত পা বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে অভিযুক্ত সিরাজুল মিঁয়াকে। তবে ক্যামেরা তার দিকে ঘুরতেই মুচকি মুচকি হাসতেও দেখা যায় তাকে।
ঘটনা প্রসঙ্গে এলাকার বাসিন্দা সোফিয়ার রহমান বলেন, “সকালে যখন বাচ্চারা স্কুলে যায় তখন সে লুঙ্গি তুলে ঘুরে বেড়ায়। এদিকে এখান দিয়ে আশপাশের বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা যায়। গার্লস স্কুলের বিভিন্ন বয়সী মেয়েরাও যায়। তারা যখন টিউশনে যায় ভোরবেলা তখনও একই কাণ্ড করে রোজ। বাচ্চারা ভয়ে ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে চায় না। আজকে স্কুলের একটা গাড়ি যাচ্ছিল সেগুলিকে আটকে নানারকম কথা বলতে থাকে। সময় নষ্ট করে। স্কুলের গাড়িতে থাকা মেয়েদেরও উত্ত্যক্ত করার চেষ্টা করে। আমরা দেখতে পেয়ে ওকে ধরি। পুলিশকেও খবর দেওয়া হয়।” ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকায়।