AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Panchayat Election 2023: প্রার্থী তালিকা এখনও ঘোষণ করেনি ঘাসফুল শিবির, তৃণমূল কর্মীর মনোনয়ন ঘিরে চাপানউতর কুমারগ্রামে

দলীয় নেতৃত্বকে কিছু না জানিয়েই গত শুক্রবার বালুরঘাট ব্লক অফিসে এসে কুমারগ্রাম পঞ্চায়েতের আসনে মনোয়নপত্র জমা দিয়েছেন রেজুয়ানুল করিম মণ্ডল। তৃণমূলের প্রতীকেই মনোনয়ন জমা দেন তিনি। রেজুয়ানুল করিমের দাবি, তিনি ছাত্র জীবন থেকে তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছেন। ২০১৩-র নির্বাচনেও তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন।

WB Panchayat Election 2023: প্রার্থী তালিকা এখনও ঘোষণ করেনি ঘাসফুল শিবির, তৃণমূল কর্মীর মনোনয়ন ঘিরে চাপানউতর কুমারগ্রামে
| Edited By: | Updated on: Jun 11, 2023 | 6:31 PM
Share

বালুরঘাট: দল এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। দলের ঘোষণার অপেক্ষায় না থেকে তৃণমূলের প্রতীকে মনোনয়ন জমা দিলেন এক তৃণমূলকর্মী। ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের কুমারগ্রামে। শনিবার দুপুরে বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হতেই ওই প্রার্থী নিজের ভুল স্বীকার করে নেন। দল বললে প্রার্থী হবেন, না হলে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন বলে জানিয়েছেন তৃণমূল কর্মী রেজুয়ানুল করিম মণ্ডল। যদিও বিজেপির দাবি, ওই তৃণমূল কর্মীকে চাপ দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করানো হচ্ছে। এই ঘটনা ঘিরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে।

দলীয় নেতৃত্বকে কিছু না জানিয়েই গত শুক্রবার বালুরঘাট ব্লক অফিসে এসে কুমারগ্রাম পঞ্চায়েতের আসনে মনোয়নপত্র জমা দিয়েছেন রেজুয়ানুল করিম মণ্ডল। তৃণমূলের প্রতীকেই মনোনয়ন জমা দেন তিনি। রেজুয়ানুল করিমের দাবি, তিনি ছাত্র জীবন থেকে তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছেন। ২০১৩-র নির্বাচনেও তিনি তৃণমূলের প্রার্থী ছিলেন। বুথস্তরের মিটিংয়ের রেজুলেশনে প্রার্থী হিসেবে তাঁর নাম এক নম্বরে রয়েছে। তাঁর আশঙ্কা, ওই আসন থেকে দল অন্য কাউকে প্রার্থী করতে পারে। এই আশঙ্কাতেই দলীয় নেতৃত্বের উপর বিশ্বাস না রাখতে পেরে বালুরঘাটে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

এদিকে রেজুয়ানুল তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন তা অজানা জেলা তৃণমূল নেতৃত্বের। কারণ, শাসক দলের তরফে কোন প্রার্থী তালিকা প্রকাশ বা ঘোষণা করা হয়নি। এর মধ্যে গতকাল রাতে প্রশাসনের তরফ থেকে মনোনয়ন জমা দেওয়ার তথ্য প্রকাশ করতেই চক্ষু চড়কগাছ শাসক দলের নেতাদের। এ নিয়ে বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি স্বপন বর্মন বলেন, “দলের তরফে কোনও প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। তারপর জানতে পারি কুমারগ্রামে তৃণমূলের দলীয় প্রতীকে কেউ মনোনয়ন জমা দিয়েছেন। বিষয়টি জানতে পেরে রেজুয়ানুলের সঙ্গে দেখা করি, কথা বলি। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। দল তাঁকে প্রার্থী না করলে তিনি তাঁর প্রার্থী পদ প্রত্যাহার করে নেবেন।” এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, “ওই ব্যক্তি এর আগেও ২০১৩ ও ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে দলের অনুমতি ছাড়াই তৃণমূলের প্রতীকে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিছু লোক আছেন যাঁরা দলকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করে। আমি মনে করি এটি বিজেপির চক্রান্ত।”

গোষ্ঠীকোন্দলে জেরবার তৃণমূলের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের দাবি, “তৃণমূলের কোন্দল সবে শুরু। আগামী দিনে কোন্দল আরও বাড়বে। এবং নির্দলে প্রার্থী দেওয়ার সংখ্যাও অনেক বাড়বে৷” বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, তাঁর কাছে খবর আছে তৃণমূলের তরফে প্রায় ৩০ হাজার প্রার্থীর নাম বাদ যাবে। টাকা দিয়ে প্রার্থী কেনাবেচা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন সুকান্ত।