Balurghat Blood Bank: ফোন করলে রক্ত জোগাড় করে দেবে পুলিশ, হেল্পলাইন চালু বালুরঘাটে
Balurghat Blood Bank: রক্তের জন্য কোনও ভাবে যাতে রোগী ও তাঁদের পরিবারকে হয়রানির মুখে পড়তে না হয়, তার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
বালুরঘাট: রক্তের কালোবাজারি রুখতে ময়দানে নামলেন খোদ জেলাশাসক। সোমবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ, ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক, পুলিশ ও দক্ষিণ দিনাজপুর ব্লাড ডোনার্স ফোরামের সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। রক্তের জন্য কোনও ভাবে যাতে রোগী ও তাঁদের পরিবারকে হয়রানির মুখে পড়তে না হয়, তার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনা খতিয়ে দেখছে জেলা প্রশাসন। অন্যদিকে রক্ত নিয়ে রোগীর পরিবার যাতে কোনও রকম সমস্যায় না পড়ে তার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের হেল্পলাইন নম্বর চালু করতে চলেছে পুলিশ।
সম্প্রতি বালুরঘাট জেলা হাসপাতালে রক্ত নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে। সম্প্রতি অভিযোগ ওঠে, গ্রামের এক দুঃস্থ মহিলার কাছে একটি ইউনিট রক্ত ৭০০ টাকায় বিক্রি করা হয়েছে। এমন অভিযোগ জমা পড়ে হাসপাতাল সুপারের কাছে। যা নিয়ে তোলপাড় হয় জেলা। ওই ঘটনায় হাসপাতালের তরফে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের তরফ থেকে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। রক্তের কালোবাজারির ঘটনায় কে কে যুক্ত রয়েছে, কেউ রক্তের দালাল চক্রের সঙ্গে জড়িত কি না, তা নিয়ে তদন্ত চলছে।
জানা গিয়েছে, হাসপাতালের তরফে এ বিষয়ে নজরদারি চলছে। রক্ত নিয়ে হাসপাতাল চত্বরে দালালরাজ রুখতে পুলিশ বাইরে নজরদারি চালাবে। এছাড়াও রক্তের কালোবাজারি রুখতে পুলিশ রক্তের প্রয়োজন মেটাবে বলে জানিয়েছে।
এর আগে করোনাকালেও পুলিশ রক্তের প্রয়োজন মেটাতে বিশেষ শিবির করে সাধারণ রোগীদের পাশে দাঁড়িয়েছিল। পুলিশের তরফে একটি হেল্প লাইন নম্বর চালু করা হচ্ছে এবার। সেই নম্বর হাসপাতালেই থাকবে। যদি রোগীর পরিবারের কাছে রক্তের কার্ড বা ডোনার না থাকে, তাহলে পুলিশের ওই হেল্প লাইনে ফোন করতে হবে। এরপর পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা জেলার রক্তদান সংগঠনের সঙ্গে যোগাযোগ করে রক্তের ব্যবস্থা করে দেবে।