Suicide: প্রায়ই আত্মহত্যা করতে দড়ি নিয়ে ছুট, এবার আর হল না শেষ রক্ষা

Suicide: পরিবারের সদস্যরা জানাচ্ছেন এর আগেও একাধিকবার একই কাজ করতে গিয়েছিল ওই যুবক। কিন্তু, তাঁর জামাইবাবুর তৎপরতায় প্রাণে বেঁচে যায় কার্তিক। কিন্তু, এবার আর ঠেকানো গেল না বিপদ। শোকের ছায়া পরিবারে।

Suicide: প্রায়ই আত্মহত্যা করতে দড়ি নিয়ে ছুট, এবার আর হল না শেষ রক্ষা
শোকের ছায়া পরিবারেImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 1:36 PM

বালুরঘাট: এই প্রথম নয়, এর আগেও একাধিকবার আত্মহত্যার ভয় দেখাতো পরিবারের সদস্যদের। দড়ি নিয়ে এলাকায় ছোটাছুটি করত বলেও খবর। কেউ কিছু বললেই বলতো গলায় দড়ি দিয়ে ঝুলে যাবে। এদিনও একইভাবে দড়ি নিয়ে ছোটাছুটি করছিল বুনিয়াদপুর পুরসভার ২ নং ওয়ার্ডের বরাইল বুরিতলার কার্তিক পাহান (২২)। সকলেই ভেবেছিল অন্যদিনের মতোই ভয় দেখাচ্ছে। কিছুুই করবে না। কিন্তু, সেই ভাবনাই হল কাল। গলায় ফাঁস গালিয়ে আত্মঘাতী হল ওই যুবক। যুবককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। 

পরিবারের সদস্যরা জানাচ্ছেন এর আগেও একাধিকবার একই কাজ করতে গিয়েছিল ওই যুবক। কিন্তু, তাঁর জামাইবাবুর তৎপরতায় প্রাণে বেঁচে যায় কার্তিক। কিন্তু, এবার আর ঠেকানো গেল না বিপদ। সূত্রের খবর, ওই যুবকের মা ভিনরাজ্যে কর্মরত। বাবা অর্জুন পাহান শ্রমিকের কাজ করেন। কার্তিক নিজেও শ্রমিকের কাজ করতেন। ২ বছর আগে প্রেম করে বালুরঘাট ব্লকের বোল্লায় বিয়ে করেন কার্তিক। মঙ্গলবার বিকালে এলাকা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাড়িতে বর্তমানে একটি ২২ দিনের পুত্র সন্তানও রয়েছে বলে খবর। পরিবারের সদস্যরা জানাচ্ছেন এর আগে কম করে হলেও ১০ থেকে ১২ বার আত্মহত্যার চেষ্টা করেছিল ওই যুবক।

ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠিয়েছে পুলিশ। রুজু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা। সাংসারিক অশান্তি নাকি অন্য কোনও কারণে এই কাজ করল ওই যুবক তা খতিয়ে দেখছে পুলিশ। পাড়ার লোকজনের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কার্তিকের পরিবারের সদস্যদেরও।