South Dinajpur: সুকান্তর উদ্যোগেই কাজ, বুনিয়াদপুর স্টেশনের হাল ফেরাতে আসছে ১২ কোটি

South Dinajpur: রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে বুনিয়াদপুর স্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্ম গড়তে ৩ কোটি ৩২ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি ৬ মিটার চওড়া ওভারব্রিজ গড়তে ৯ কোটি ১৯ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে।

South Dinajpur: সুকান্তর উদ্যোগেই কাজ, বুনিয়াদপুর স্টেশনের হাল ফেরাতে আসছে ১২ কোটি
বুনিয়াদপুর স্টেশন Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2023 | 2:34 PM

বংশীহারী: ২০০৪ সালে বহু প্রতীক্ষিত একলাখি বালুরঘাট রেল চলাচল শুরু হয়। যদিও তারপরেও সেভাবে উন্নয়ন হয়নি বুনিয়াদপুর স্টেশনের। দীর্ঘদিন থমকে ছিল বুনিয়াদপুর স্টেশন সম্প্রসারণের কাজ। অবশেষে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে সেই কাজ আবারও শুরু হতে চলেছে। রেল স্টেশনের ওভারব্রিজ এবং দ্বিতীয় প্ল্যাটফর্ম তৈরির জন্য রেল মন্ত্রক ইতিমধ্যে ১২ কোটি বেশি টাকা মঞ্জুর করেছে। এমন খবর জানাজানি হতেই বুনিয়াদপুর জুড়ে এখন খুশির হাওয়া। 

বালুরঘাট থেকে বুনিয়াদপুর হয়ে মালদহ পর্যন্ত ট্রেনের সংখ্যা বাড়লেও বুনিয়াদপুর স্টেশনে দ্বিতীয় প্লাটফর্ম ও ওভারব্রিজ নির্মাণ করা হয়নি। এই নিয়ে বুনিয়াদপুর নাগরিক কমিটির পক্ষ থেকে কাটিহার ডিভিশনের ডিআরএমকে বহুবার স্মারকলিপি দেওয়া হলেও শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। দীর্ঘ ১৯ বছর কেটে গেলেও এখনও বুনিয়াদপুর স্টেশনে একটিমাত্র প্লাটফর্ম আছে। এখনও স্টেশনে নেই কোন সেড। ফলে রোদ জলে যাত্রীদের কষ্ট করা ছাড়া উপায় ছিল না। দ্বিতীয় প্ল্যাটফর্মের অভাবে ট্রেন উঠতেও সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। এই কারণেই আরও একটি প্লাটফর্মের তৈরির দাবি উঠেছিল বহু আগেই। 

সমস্যা মেটাতে উদ্যোগী হন বালুরঘাটের সাংসদ তথা সুকান্ত মজুমদার। শেষে রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে বুনিয়াদপুর স্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্ম গড়তে ৩ কোটি ৩২ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি ৬ মিটার চওড়া ওভারব্রিজ গড়তে ৯ কোটি ১৯ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। ফলে ওভারব্রিজ এবং দ্বিতীয় প্লাটফর্ম খুব তাড়াতাড়ি তৈরি হলে লোকজনের প্রচুর সুবিধা হবে বলে আশাবাদী রেল উন্নয়ন কমিটিগুলি। এ খবরে খুশির হাওয়া গোটা বুনিয়াদপুরেই।