BJP Poster : মমতাকে কটাক্ষ করে দ্রৌপদী মুর্মুর সমর্থনে পোস্টার বিজেপির, জবাব তৃণমূলের
BJP Poster : দ্রৌপদী মুর্মুর সমর্থনে মালদা ও দক্ষিণ দিনাজপুরে পোস্টার পড়েছে। আর সেই পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষও করা হয়েছে। যা নিয়ে পাল্টা বিজেপিকে আক্রমণ করেছে রাজ্যের শাসকদল।
বালুরঘাট ও মালদা : আর দু’দিন পর রাষ্ট্রপতি নির্বাচন। আর এই নির্বাচনে এনডিএ প্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু। বিরোধীরা প্রার্থী করেছে যশবন্ত সিনহাকে। বিরোধীদের একজোট করে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেছে তৃণমূল কংগ্রেস। স্বভাবতই যশবন্তকে ভোট দেবেন তৃণমূল বিধায়ক ও সাংসদরা। এই অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সরব হল বিজেপি। দক্ষিণ দিনাজপুর ও মালদার বিভিন্ন জায়গায় পড়ল পোস্টার। একই পোস্টার পড়েছে আলিপুরদুয়ারেও। দ্রৌপদী মুর্মুর সমর্থনে সেই পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুমুর সমর্থনে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে পোস্টার পড়েছে। পোস্টারে লেখা, একজন জনজাতি মহিলাকে দেশের রাষ্ট্রপতি পদপ্রার্থী করে সমগ্র জনজাতি সমাজকে সম্মানিত করেছে বিজেপি। আর মমতা জনজাতি প্রার্থীকে সমর্থন না করে অন্য প্রার্থীকে সমর্থন করছেন। এরপরই মমতার একটি ছবি দিয়ে পোস্টারে লেখা রয়েছে, জনজাতি সম্প্রদায়ের সংস্পর্শে আসতেও দ্বিধা বোধ করছেন।
এই ধরনের পোস্টার ঘিরে বিতর্ক বেধেছে। এই পোস্টার যে বিজেপির তরফেই দেওয়া হয়েছে, তা স্বীকার করেছেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি বলেন, “বিজেপির পক্ষ থেকে এই পোস্টার লাগানো হয়েছে। এটা বিজেপির শুধুমাত্র পোস্টার নয়, যিনি আগামী দিনে রাষ্ট্রপতি হচ্ছেন তাঁর সমর্থনে এই পোস্টার৷ যিনি রাষ্ট্রপতি হবেন, সেই জনজাতি সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মুকে সম্মান জানায় বিজেপি।” মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “জনজাতি সম্প্রদায়কে যে ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী অসম্মান করেছেন, তা সকলেই দেখেছেন। বিজেপি কাউকে অসম্মান করে না।”
বিজেপির এই পোস্টারের নিন্দা করেছে তৃণমূল। জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী বলেন, “কাউকে নিচু দেখিয়ে কেউ উপরে উঠতে পারে না। যে জনজাতির কথা বিজেপি তরফ থেকে বলা হচ্ছে সেই জনজাতির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১১ বছর ধরে রয়েছেন। এবং তাঁদের জন্য একাধিক প্রকল্প এবং তাঁদের উন্নয়নের জন্য কাজ করছেন। সেখানে কেউ একদিনের জন্য লোক দেখানো কাজ করছেন৷”
দ্রৌপদী মুর্মুর সমর্থনে পোস্টার পড়েছে মালদায়ও। সেখানেও মমতাকে কটাক্ষ করা হয়েছে। হবিবপুর থানার কেন্দপুকুর এলাকায় এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই পোস্টার তাদের তরফে দেওয়া হয়েছে বলে স্বীকার করেছে গেরুয়া শিবির।
উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু মমতাকে আক্রমণ করে বলেন, মুখ্যমন্ত্রী আদিবাসী বিরোধী। সেই কারণে বিরোধী প্রার্থী দিয়েছেন। এখন আদিবাসীদের মন পেতে মনগড়া কথা বলছেন। সেই কারণে পোস্টার দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে।
পাল্টা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন,”মমতা বন্দোপাধ্যায় আদিবাসীদের সঙ্গে আছেন, থাকবেন। বিজেপি ভুল প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। মালদার আদিবাসী মানুষ এর যোগ্য জবাব দেবে। বিজেপি এক ঠগবাজের দল। ফলে বিভ্রান্ত করে লাভ নেই।”
এদিকে, আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগামিকাল মুর্মুকে ভোট দেওয়ার কথা বলেন, তা হলে ভাল। না হলে সোমবার সারা রাজ্যে আদিবাসী এলাকায় ৫০ হাজার পোস্টার পড়বে।