Corona: করোনা আক্রান্ত দুই পড়ুয়া, তড়িঘড়ি স্কুল বন্ধের নির্দেশ কর্তৃপক্ষর

Balurghat Corona Cases: সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম বিএল হাইস্কুলে স্কুলে।

Corona: করোনা আক্রান্ত দুই পড়ুয়া, তড়িঘড়ি স্কুল বন্ধের নির্দেশ কর্তৃপক্ষর
স্কুল ছাত্র করোনায় আক্রান্ত (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2022 | 6:44 PM

বালুরঘাট: গরমের ছুটি কাটিয়ে খুলেছে স্কুল। পড়ুয়ারা আবার যথারীতি চালু করেছে বিদ্যালয়ে যাওয়া। এ দিকে, রাজ্যে বেড়েছে করোনা। কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে করোনা আক্রান্তের খবর মিলেছে। সেই রকমই খবর উঠে এল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে। করোনা আক্রান্ত দুই স্কুল পড়ুয়া। বিষয়টি জানার পরই তড়িঘড়ি স্কুল বন্ধ করে হোস্টেল পড়ুয়াদের বাড়ি পাঠাল স্কুল কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম বিএল হাইস্কুলে স্কুলে। স্কুল হোস্টেলের দুই ছাত্র করোনা আক্রান্তের খবর জানাজানি হতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। যার ফলে স্কুলের প্রধান শিক্ষক তড়িঘড়ি ছুটি দিয়ে দেয়। এ দিকে, তড়িঘড়ি বাকি হোস্টেলের পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দিয়েছে স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রামপঞ্চায়েরের চকরাম বিএল হাইস্কুলে স্কুলের মধ্যেই হোস্টেল রয়েছে। সেই হোস্টেলের ২০ জন ছাত্র রয়েছে। গত দু’দিন ধরেই ওই হোস্টেলের বেশ কয়েকজন পড়ুয়ার জ্বর সর্দি-কাশি ছিল। এরপর বুধবার স্কুলে আসার পর তাঁদের শরীর খারাপের খবর পেয়ে চিকিৎসার জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হয়।

এদিন সকালে স্কুলের তরফে ১১ জন পড়ুয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এরপর বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসকরা তাদের করোনা পরীক্ষা করানো হয়। সেই ভাবে র‍্যাপিট অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে জানা যায়, ১১ জনের মধ্যে দু’জন করোনা পজিটিভ। এরপরে তড়িঘড়ি স্কুলে খবর দেওয়া হয়। স্কুলের তরফে সঙ্গে-সঙ্গেই ছুটি দিয়ে দেন স্কুল কর্তৃপক্ষ। আগামী দিনে স্কুল খুলবে কি না তা সিদ্ধান্ত নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেই স্কুলের তরফে জানানো হয়েছে৷ এ দিকে, বিষয়টি জানার পর স্কুলের হোস্টেল স্যানিটাইজ়েশন করা হয় ৷

আরও জানা গিয়েছে, ওই স্কুলে প্রায় ৪০০ পড়ুয়া রয়েছে। যার মধ্যে প্রায় অর্ধেক পড়ুয়া এসেছিল। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি পড়ুয়াদের অভিভাবকদের মধ্যেই আতঙ্ক বাড়ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে করোনা মাথা চাড়া দিয়ে উঠছে। ইতিমধ্যেই জেলাপ্রশাসন, স্বাস্থ্য পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে। এবারে স্কুলের পড়ুয়াদের মধ্যে করোনার থাবা পড়তেই শোরগোল পড়েছে বালুরঘাটে।

এ বিষয়ে চকরাম বিএল হাইস্কুলের প্রধান শিক্ষক মিলন সরকার বলেন, ‘সকালে এসেই জানতে পারি হোস্টেলের অনেকেরই জ্বর হয়েছে। তাই তাদের টেস্টের জন্য পাঠানো হয়েছিল। যদিও বা এদিন হোস্টেলের বাকি পড়ুয়াদের ক্লাসরুমে আনা হয়নি। তবুও পজিটিভের খবর মিলতেই বাকি পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।’ অন্যদিকে, হোস্টেল সুপার শুভজিৎ দাস বলেন, ‘করোনা আক্রান্ত পড়ুয়া এবং বাকি পড়ুয়াদের এ দিন বাড়িতে পাঠানো হয়েছে। আপাতত হোস্টেল বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।’ অন্যদিকে, এবিষয়ে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বিবেক কুমার বলেন, টআমরা ওই স্কুলের সমস্ত বিষয় খতিয়ে দেখছি। পরিস্থিতি বুঝে স্কুল খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে।’