Sukanta Majumder: হঠাৎই কাঁপুনি দিয়ে জ্বরে সংজ্ঞাহীন সুকান্ত মজুমদারের ২ বছরের মেয়ে! চিকিৎসাধীন সিসিইউ-তে

Sukanta Majumder's Daughter Hospitalized: দুপুরে হঠাৎই জ্বর এল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) ২ বছরের মেয়ের। তার পর থেকে সংজ্ঞাহীন হয়ে যায় সে। বাড়িতেই ছিলেন তখন বালুরঘাটের সাংসদ।

Sukanta Majumder: হঠাৎই কাঁপুনি দিয়ে জ্বরে সংজ্ঞাহীন সুকান্ত মজুমদারের ২ বছরের মেয়ে! চিকিৎসাধীন সিসিইউ-তে
হাসপাতালে মেয়েকে দেখতে সুকান্ত মজুমদার। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 11:08 PM

বালুরঘাট: দুপুরে হঠাৎই জ্বর এল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) ২ বছরের মেয়ের। তার পর থেকে সংজ্ঞাহীন সে। বাড়িতেই ছিলেন তখন বালুরঘাটের সাংসদ। অসুস্থ মেয়েকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ছোটেন তিনি। বাতিল হয়ে গিয়েছে তাঁর একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। বালুরঘাট হাসপাতালে বিজেপি রাজ্য সভাপতির মেয়েকে দেখতে ছুটে গিয়েছেন দলের নেতারাও।

জানা গিয়েছে,  প্রবল অসুস্থতা নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি রয়েছে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দুই বছর বয়সী কন্যা সন্তান। শনিবার আচমকাই অজ্ঞান হয়ে যায় ওই শিশু কন্যা। এরপর তড়িঘড়ি তাকে বালুরঘাট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা সিসিইউ’তে রেখে করানো হচ্ছে। হাসপাতালে তরফ থেকে একটি মেডিকেল টিম গড়া হয়েছে। বিজেপি রাজ্য সভাপতির পরিবার সূত্রে জানা গিয়েছে, হঠাৎই কাঁপুনি দিয়ে জ্বর আসে বাড়ির খুদে সদস্যের। তার পরেই জ্ঞান হারায় সে। দীর্ঘক্ষণ জ্ঞান না ফেরায় স্বাভাবিক ভাবেই প্রবল চিন্তায় পড়ে যান পরিবারের সকলে। নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

কলকাতা থেকে শুক্রবার বাড়িতে ফিরেছিলেন সুকান্তবাবু। বাড়ি ফিরেই একাধিক বৈঠক ছিল জেলা নেতৃত্বের সঙ্গে। বিকালে আরও কিছু কর্মসূচি ও বৈঠক ছিল তাঁর। জানা গিয়েছে, তিনি বাড়ি থাকার সময়ই এই ঘটনা ঘটে। হঠাৎই জ্বর আসে ছোট্ট মেয়েটির। তার পর থেকেই সংজ্ঞাহীন সে। অসুস্থ মেয়েকে নিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছন সুকান্তবাবু। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বিজেপি জেলা সভাপতি সহ জেলার বিভিন্ন স্তরের নেতারা। মেয়ের জন্য প্রবল দুশ্চিন্তায় পড়েন সুকান্তবাবু। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, ছোট্ট মেয়েটির সন্ধ্যে নাগাদ জ্ঞান ফিরেছে। কিন্তু কী কারণে হঠাৎ করে এমন জ্বর হয়ে সে জ্ঞঢান হারাল তা পরীক্ষা করে দেখছেন ডাক্তারবাবুরা। আপাতত সিসিইউ-তে রেখে চিকিৎসা চলছে ২ বছর বয়সী মেয়েটির।

উল্লেখ্য, কলকাতা পুরভোটে অশান্তি, বোমাবাজির ঘটনা ঘটলে রাজ্যজুড়ে রাস্তায় নামবে বিজেপি। ভোটের ২৪ ঘণ্টা আগে সেই কৌশল ছকে ফেলছে রাজ্য বিজেপি। এ নিয়ে আবার দলীয় বিধায়কদের আন্দোলন করার জন্য তৈরি থাকতে বলেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আবার দায়িত্ব রয়েছে বালুরঘাট থেকে মিছিলের নেতৃত্বের দায়িত্ব। বালুরঘাটের বিধায়ক সুকান্ত যেহেতু বাড়িতেই থাকবেন, তাই সেখান থেকে তাঁর নেতৃত্বে একটা বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। তার মধ্যে মেয়ের এমন হঠাৎ করে অসুস্থতায় চিন্তিত বিজেপির রাজ্য সভাপতি।

আরও পড়ুন: Kolkata Municipal Corporation Election 2021: কলকাতা পুরভোটে অশান্তি হলেই রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাবে বিজেপি, বিধায়কদের তৈরি থাকার নির্দেশ শুভেন্দুর 

আরও পড়ুন: Rajib Banerjee: ফুলবদলের জেরে কোন্দল দলের অন্দরে! রাজীবকে ঘিরে উঠল ‘গদ্দার, মীরজাফর’ স্লোগান