২৫ লক্ষ টাকার বিদ্যুতের সরঞ্জাম পাচারের চেষ্টা, আটক লরি, গ্রেফতার ৩

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই লরিটি বালুরঘাট থেকেই ট্রান্সফরমারগুলি নিয়ে আসে। এদিকে ওই লরিতে বেশকিছু বিদ্যুতের তার পাওয়া গিয়েছে। তার গুলি এক বিদ্যুৎতের ঠিকাদারের কাছ থেকে আনা হয় বলে জানা গিয়েছে। ওই ঠিকাদারকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এদিকে পুলিশের তরফে ওই সরঞ্জামের সূত্র ধরে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে। আরও বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হচ্ছে।

২৫ লক্ষ টাকার বিদ্যুতের সরঞ্জাম পাচারের চেষ্টা, আটক লরি, গ্রেফতার ৩
উদ্ধার হওয়া সামগ্রী
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2024 | 8:46 AM

পতিরাম: পাচারের আগের রাতের অন্ধকারে প্রায় ২০-২৫ লক্ষ টাকার সরঞ্জাম উদ্ধার করল পতিরাম থানার পুলিশ। গতকাল গভীর রাতে পতিরাম থানার তালতলা মোড় এলাকায় একটি লরি ভর্তি বিদ্যুৎ দফতরের নানা সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। লরিতে ছিল বিদ্যুৎতের তার, ট্রান্সফরমার সহ নানা সরঞ্জাম। বাজেয়াপ্ত করা সরঞ্জামের বাজারমূল্য প্রায় ২০-২৫ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই লরি চালকের কাছে বিদ্যুৎ দফতরের কাগজপত্র ছিল। কিন্তু সেই কাগজপত্র জাল বলে জানা গিয়েছে। কাগজ জালিয়াতি করেই চুরির সামগ্রী বাইরে পাচার করা হচ্ছিল বলেই অনুমান পুলিশের। ঘটনায় চালক সহ মোট তিনজনকে পুলিশ আটক করেছে। বিদ্যুৎ দফতরের তরফে সাফ জানিয়েছে, ওই সামগ্রী নিয়ে যাওয়ার জন্য কোনও কাগজই দেওয়া হয়নি। ফলে ভুয়ো কাগজপত্র নিয়েই চুরির সামগ্রী বাইরে পাচারের চেষ্টা করছিল বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান, এর সঙ্গে বিদ্যুৎ সরঞ্জাম পাচারের চক্র কাজ করছে। যা নিয়ে তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই লরিটি বালুরঘাট থেকেই ট্রান্সফরমারগুলি নিয়ে আসে। এদিকে ওই লরিতে বেশকিছু বিদ্যুতের তার পাওয়া গিয়েছে। তার গুলি এক বিদ্যুৎতের ঠিকাদারের কাছ থেকে আনা হয় বলে জানা গিয়েছে। ওই ঠিকাদারকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এদিকে পুলিশের তরফে ওই সরঞ্জামের সূত্র ধরে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে। আরও বেশ কয়েক জায়গায় অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে ঠিকাদার সৌমেন সরকার বলেছেন, “ওই লরিতে আমার শুধুমাত্র তার ছিল। সেই বৈধ কাগজপত্র আমি থানায় এনেছি। বাকি ট্রান্সফরমারের বা অন্য সরঞ্জাম আমার না।” এ বিষয়ে বিদ্যুৎ দফতরের ডিভিশন ম্যানেজার শুভময় সরকার বলেছেন, “একটি লরিতে কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। ওই সামগ্রীগুলি কোথা থেকে এসেছে জানি না। আমরা এমন কোনও কাগজপত্র দিইনি। সেগুলি কোথা থেকে কীভাবে এল তা জানার জন্য পুলিশের কাছে একটি মামলা করেছি। যাতে সঠিক বিষয়টি উঠে আসে।”

অন্যদিকে বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা বলেছেন, “বিদ্যুতের ট্রান্সফরমার, তার সহ ভর্তি একটি লরি আটক করা হয়েছে। ওই গাড়ির চালকের কাছে বিদ্যুৎ দফতরের কাগজ পাওয়া গিয়েছে। সেই কাগজ ভুয়ো। বিদ্যুৎ দফতরও জানিয়েছে। সেই সামগ্রী বিদ্যুৎ দফতরের না। তাই ওই সামগ্রী কোথা থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তা দেখা হচ্ছে। ঘটনায় লরিতে থাকা তিনজনকে আটক করা হয়েছে। চুরির চক্র বলে মনে হতে পারে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।”