Accident: পিছন থেকে টোটোকে সজোরে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মর্মান্তিক পরিণতি ১ জনের

Balurghat: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মাজিদুর মিঁঞা। বাড়ি গঙ্গারামপুর থানার আউসা এলাকায়। শনিবার রামপুর হাটে যাচ্ছিলেন ওই ব্যক্তি।

Accident: পিছন থেকে টোটোকে সজোরে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মর্মান্তিক পরিণতি ১ জনের
পথ দুর্ঘটনায় মৃত্যু (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2023 | 6:55 PM

তপন (দক্ষিণ দিনাজপুর): টোটোকে ধাক্কা লরির। ঘটনাস্থলেই মৃত্যু একজনের আহত আরও একজন। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপুর সংলগ্ন মিনাপাড়া এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। পথ দুর্ঘটনার জেরে এমনিতেই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে ক্ষুব্ধ জনতা রাস্তার উপর মৃতদেহ ফেলে অবরোধ করেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে তপন থানার বিশাল পুলিশবাহিনী। দীর্ঘক্ষণ ধরে চলে পথ অবরোধ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মাজিদুর মিঁঞা। বাড়ি গঙ্গারামপুর থানার আউসা এলাকায়। শনিবার রামপুর হাটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি লরি ওই টোটোতে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। ঘটনায় টোটোতে থাকা আরও একজন আহত হন। আহতকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা।

এ দিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তপন থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। যদিও পথ অবরোধ করে এবং মৃতদেহ আগলে রাখা হয়েছে। মৃতের পরিবার এবং গ্রামবাসীদের দাবি যতক্ষণ না ওই ঘাতক গাড়ি আটক হবে। মৃতদেহ আগলে রেখে অবরোধ চালিয়ে যাবেন তাঁরা। এই বিষয়ে মৃতের পরিবারের এক আত্মীয় বলেন, “যে মারা গেছে সে আমার ভাই হয়। আমি চাই গাড়িটাকে আটক করা হোক। যতক্ষণ না আমরা দেখতে পাচ্ছি গাড়িটিকে ধরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলছে।”