টার্গেট পূরণ! করোনা টিকাকরণে রাজ্যে দ্বিতীয় দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর জেলার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি, করোনা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে রাজ্যে প্রথম স্থানে রয়েছে কালিম্পং। আর তার পরই টিকাকরণ কর্মসূচিতে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা।

টার্গেট পূরণ! করোনা টিকাকরণে রাজ্যে দ্বিতীয় দক্ষিণ দিনাজপুর
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 01, 2021 | 12:03 AM

বালুরঘাট: করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে। সেই সঙ্গে বাড়ছে টিকার চাহিদাও। বিভিন্ন জায়গায় টিকা না পেয়ে যখন ক্ষোভ-বিক্ষোভের ছবি ধরা পড়ছে, তখন ভিন্ন চিত্র দক্ষিণ দিনাজপুর জেলায়। নির্ধারিত সময়ের আগেই টিকাকরণের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলল জেলার স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ৩০ মে পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলায় ৪০ হাজার ৫০০ লক্ষ্যমাত্রার মধ্যে ৯৮ শতাংশ ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। সোমবার নির্দিষ্ট লক্ষ্যমাত্রার থেকেও বেশি ভ্যাকসিন দিয়ে সময়ের আগেই টার্গেট ছুঁয়ে ফেলেছে তারা। দক্ষিণ দিনাজপুর জেলার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি, করোনা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে রাজ্যে প্রথম স্থানে রয়েছে কালিম্পং। আর তার পরই টিকাকরণ কর্মসূচিতে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা।

জেলা স্বাস্থ্য সূত্রে জানা গিয়েছে, গত ২২ মে থেকে ৪ জুনের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল ৪০ হাজার ৫০০ ভ্যাকসিন দেওয়ার। সেই লক্ষ্যমাত্রার ৫ দিন আগেই টার্গেট পূরণ করে ফেলেছে জেলা স্বাস্থ্য দফতর। জেলা স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রবিবারই জেলায় ৩৯ হাজার মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। সোমবারের হিসাব ধরলে লক্ষ্যমাত্রার থেকেও অনেক বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। এভাবে আগামী দিনেও ভ্যাকসিনেশন কর্মসূচিতে সামনে থাকার লক্ষ্য থাকবে তাঁদের বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে।

আরও পড়ুন: চাষের জমি ‘বাঁচাতে’ না পেরে মুখ্যমন্ত্রীর কাছে স্বপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন কৃষকের 

দক্ষিণ দিনাজপুর জেলায় এখনও পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ হয়েছে ২ লাখ ১০ হাজার মানুষকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে প্রায় ৮২ হাজার মানুষকে। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে জেলায় প্রায় তিন লাখ মানুষকে টিকাকরণ কর্মসূচির আওতায় আনা গিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ১৬ টি সেন্টার থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রতিদিন গড়ে ৫ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।