New Train in Balurghat: ফের বালুরঘাটে নতুন ট্রেন, কবে গড়াবে চাকা?
New Train in Balurghat: অবশেষে এই ট্রেন চালুর বিষয়ে আশার আলো দেখালো কাটিহার ডিভিশন। উচ্ছ্বসিত জেলার বাসিন্দারাও। ইতিমধ্যে কাটিহার ডিভিশনের তরফ থেকে রেল বোর্ডের কাছে এই ট্রেন চালুর ব্যাপারে প্রস্তাব পাঠানো হয়েছে।
বালুরঘাট: কিছুদিন আগেই শুরু হয়েছে বালুরঘাট-শিয়ালদহের যাত্রা। এবার আসছে আরও এক নতুন ট্রেন। বালুরঘাট-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন চালুর জন্য রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠাল রেলের কাটিহার ডিভিশন। মঙ্গলবার বিকালে বালুরঘাট স্টেশন পরিদর্শনে এসে এমনটাই জানালেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। এদিন বালুরঘাট স্টেশন পরিদর্শনে ডিআরএমের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্যান্য রেলের আধিকারিকরা। বালুরঘাট স্টেশনের পিট ও সিক লাইন পরিদর্শন করেন তাঁরা। এছাড়াও বালুরঘাট স্টেশনে চতুর্থ লাইন তথা তৃতীয় প্লাটফর্ম তৈরির কাজও চলছে। আগামীতে এই স্টেশনকে আরও উন্নত করার বিষয়গুলিও খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি হিলি বালুরঘাট রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। আরও টাকা বরাদ্দ করা হয়েছে। শীঘ্রই অমৃত ভারত স্টেশনের আওতায় হবে কাজ।
বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দক্ষিণ দিনাজপুর জেলা। এই জেলার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। স্বাধীনতার প্রায় ৬০ বছর পরে ২০০৪ সালে দক্ষিণ দিনাজপুর জেলার মানচিত্রে রেলের প্রবেশ ঘটে। প্রথম দিকে একটি ট্রেন চলাচল করলেও পরে আরও কয়েকটি ট্রেন চলাচল শুরু করে। তবে বিশাল উন্নতি যে হয়েছে এমনটা নয়। এখন বালুরঘাট শিলিগুড়ির মধ্যে একটি মাত্র ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন চলাচল করে। রাতে কোনও ট্রেন চলাচল করে না। সেই জায়গা থেকে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার লোকজনের দীর্ঘদেন রাতের দাবি ছিল বালুরঘাট গুয়াহাটির মধ্যে রাতের ট্রেনের। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও এই ট্রেন চালুর দাবিতে রেলমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।
অবশেষে এই ট্রেন চালুর বিষয়ে আশার আলো দেখালো কাটিহার ডিভিশন। উচ্ছ্বসিত জেলার বাসিন্দারাও। ইতিমধ্যে কাটিহার ডিভিশনের তরফ থেকে রেল বোর্ডের কাছে এই ট্রেন চালুর ব্যাপারে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এই ট্রেন চালুর বিষয়ে সবুজ সংকেত মিলতে পারে বলে মনে করা হচ্ছে। এদিন বালুরঘাট স্টেশনের পিট ও সিক লাইন পরিদর্শনের পর এমনটা জানিয়েছেন কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার।