Balurghat: এলাকার লোকজনের সঙ্গে ভাব জমিয়ে ৪০-৫০ লক্ষ তুলে বেপাত্তা দম্পত্তি, পুলিশের দ্বারস্থ গোটা গ্রাম

Balurghat: বাড়িতে স্ত্রী রাখি সরকার ছাড়াও রয়েছে দুই মেয়ে। গৌতমবাবু পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। সূত্রের খবর, বেশ কিছু দিন আগে তিনি দুতলা বাড়ির কাজ শুরু করেন। বাড়ি তৈরির জন্য টাকার জোগার করতে আগে থেকেই গৌতমবাবুর স্ত্রী স্থানীয় মহিলাদের সঙ্গে ভাব জমিয়ে নেন।

Balurghat: এলাকার লোকজনের সঙ্গে ভাব জমিয়ে ৪০-৫০ লক্ষ তুলে বেপাত্তা দম্পত্তি, পুলিশের দ্বারস্থ গোটা গ্রাম
পুলিশে গেল গোটা গ্রাম Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 06, 2024 | 7:17 PM

বালুরঘাট: কাউকে টাকা ধার দিয়ে বা কারও সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করে করেছিলেন মন জয়। ভাব জমানোর পরই বাড়ি করার নাম করে এলাকার মহিলা ও পুরুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতে দুর্গাপুর এলাকার ইলেকট্রিক মিস্ত্রি গৌতম সরকার। অভিযোগ, ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এখন সপরিবারে পালিয়ে বেড়াচ্ছেন ওই ব্যক্তি। গত এক মাস ধরে নিখোঁজ। এদিকে যাঁরা আবার তাঁকে টাকা দিয়েছিলেন তাঁরা অনেকেই আবার নানা কারণে ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন। কিন্তু, ভরসা করে সেই টাকা তুলে দিয়েছিলেন গৌতম ও তাঁর স্ত্রী রাখি সরকারের হাতে। কিন্তু, সেই গৌতম শেষ পর্যন্ত এমনটা করবেন তা ভাবতে পারছেন না কেউই। ঋণের টাকা না পেয়ে এখন তাঁদের বাড়িতে প্রায় দিন যাচ্ছেন ব্যাঙ্কের কর্মীরাও। মঙ্গলবার বিকালে বালুরঘাট থানায় সাতজন এক সঙ্গে অভিযোগ দায়ের করেন ওই দম্পতির বিরুদ্ধে। এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশের।

দুর্গাপুরেই বাড়ি গৌতম সরকারের। বাড়িতে স্ত্রী রাখি সরকার ছাড়াও রয়েছে দুই মেয়ে। গৌতমবাবু পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। সূত্রের খবর, বেশ কিছু দিন আগে তিনি দুতলা বাড়ির কাজ শুরু করেন। বাড়ি তৈরির জন্য টাকার জোগার করতে আগে থেকেই গৌতমবাবুর স্ত্রী স্থানীয় মহিলাদের সঙ্গে ভাব জমিয়ে নেন। কাউকে টাকা দিয়ে সাহায্য। আবার কারও সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করে নেন। এরপরই সেই সুযোগকে কাজে লাগিয়ে এলাকার মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলেন স্বামী স্ত্রী। সকলকে বলেন বাড়ি করার জন্য টাকা নিচ্ছেন। অভিযোগ, এই করে এলাকার প্রায় ৪০ জনের কাছ থেকে ৪০-৫০ লক্ষ টাকা তুলেছেন। 

সম্প্রতি বাড়ি তৈরির কাজ বেশিরভাগটাই সম্পন্ন হয়েছে। এদিকে গত মাস থেকেই এলাকার মহিলাদের কিস্তি দেওয়ার টাকা বন্ধ করেছেন অভিযুক্ত পরিবার। গত মাস থেকে তাঁরা নিখোঁজ। বাড়ির মূল দরজায় রয়েছে তালা। শুধু গ্রামবাসী নয় ছেলের প্রতারণার শিকার বৃদ্ধা মাও। এমন পরিস্থিতিতে এলাকাবাসীরা থানার দ্বারস্থ হয়েছেন। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, মামলা করা হবে৷ সবটা তদন্তে করে দেখা হবে।