Udayan Guha: পঞ্চায়েত ভোটের আগে কাজের অগ্রগতি দেখতে বালুরঘাটে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
Udayan Guha: মূলত, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে যে সব কাজ জেলায় এখনও শেষ হয়নি সেইসব কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন মন্ত্রী।
বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বহু কাজ এখনও শেষ হয়নি। সেই প্রতিটি কাজের অগ্রগতি কী অবস্থায় রয়েছে তা সরেজমিনে খতিয়ে দেখতে জেলায় এলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার বিকেলে বালুরঘাট আত্রেয়ী সভা কক্ষে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের ভারতপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা শাসক বিজিন কৃষ্ণা,পুলিশ সুপার রাহুল দে, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ জেলার অন্যান্য আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বৈঠক করেন মন্ত্রী উদয়ন গুহ।
মূলত, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে যে সব কাজ জেলায় এখনও শেষ হয়নি সেইসব কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন মন্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলায় ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৩০০ কোটি টাকার কাজ হয়েছে। সেই জায়গা থেকে এখনো অনেক কাজ আটকে রয়েছে। কাজ কেন আটকে রয়েছে সেই সব তথ্য আধিকারিকদের কাছ থেকে নেন মন্ত্রী।
মূলত, দক্ষিণ দিনাজপুর জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অফিস রয়েছে বুনিয়াদপুরে। সেটিও বর্তমানে সে ভাবে সক্রিয় নয়। এই বিষয়টি জানার পর মালদার আধিকারিককে ওই দফতরে বসার জন্য নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে। সেই জায়গা থেকেই দ্রুত কাজ করার নির্দেশ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী দিলেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে উদয়ন গুহ জানিয়েছেন, তাঁর অনেক আগেই জেলায় আসার কথা ছিল। যেহেতু সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে জেলায় আসছেন, তাই হয়তো এমনটা মনে হচ্ছে। তবে এমন কোনও বিষয় নয়।