West Bengal Panchayat Polls: যদি কিছু হয়! পরিবারের সদস্যদের নিয়ে পার্টি অফিসেই রাত কাটাবেন চার বিজেপি প্রার্থী
West Bengal Panchayat Polls: গঙ্গারামপুরের একাধিক জায়গায় বিজেপি প্রার্থীদের হুমকি দেওয়া হয়েছে৷ এমনকী প্রাণে মেরে দেওয়ার কথা বলা হয়েছে বলেও অভিযোগ।
বালুরঘাট: মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই শাসক দলের তরফ থেকে আসছে পরপর হুমকি। এমন অভিযোগ তুলে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে আশ্রয় নিলেন দলীয় প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা। বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে সোমবার হাজির হয়েছেন চার প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা। গত পঞ্চায়েত নির্বাচনের পরেও ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থক ও তাঁদের পরিবারের সদস্যরা বিজেপির জেলা কার্যালয় আশ্রয় নিয়েছিলেন। এবারও সেই একই ছবি দেখা গেল।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর, সুখদেবপুর ও বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তাঁদের হুমকি ও ভয় দেখানো হচ্ছে বলেই অভিযোগ। এছাড়াও ওই পঞ্চায়েতের এক বিজেপি প্রার্থীকে জোর করে মনোনয়ন প্রত্যাহার করিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এরপরই দলীয় কার্যালয়ে চলে যান চার প্রার্থী সহ তাঁদের পরিবারের ১৪ জন। স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি করেছেন তাঁরা।
বিজেপি প্রার্থী খগেশ্বর বর্মন এই প্রসঙ্গে বলেন, ২০১৩ সাল থেকে ওই এলাকায় ভোট দিতে পারিনি। এবারে ভোটে বিজেপির টিকিটে মনোনয়ন দিয়েছি। কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের ওপর চাপ সৃষ্টি করছে। অপহরণের আতঙ্কে আমরা বাড়ি ছেড়ে পার্টি অফিসে আশ্রয় নিয়েছি। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীও দাবি করেছেন, গঙ্গারামপুরের একাধিক জায়গায় বিজেপি প্রার্থীদের হুমকি দেওয়া হয়েছে৷ এমনকী প্রাণে মেরে দেওয়ার কথা বলা হয়েছে বলেও অভিযোগ। তিনি বলেন, ‘শাসক দল ও প্রশাসন যৌথভাবে এমনটা করছে।’
অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকী। তিনি বলেন, ‘সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বিজেপি জিততে পারবে না বলেই এত নাটক করছে। সব জায়গাতেই স্বেচ্ছায় মানুষ মনোনয়ন প্রত্যাহার করছে।’