Madhyamik 2022: অ্যাডমিট কার্ড আসেনি, শিলিগুড়িতে পরীক্ষা দিতে পারছে না ২০ পড়ুয়া

Siliguri: কোভিডিকালে যোগাযোগের অভাবেই অনেকে ফর্ম ফিলআপের খবর জানতে পারেনি।

Madhyamik 2022: অ্যাডমিট কার্ড আসেনি, শিলিগুড়িতে পরীক্ষা দিতে পারছে না ২০ পড়ুয়া
আজ থেকে শুরু মাধ্যমিক। প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2022 | 11:23 AM

শিলিগুড়ি: অ্যাডমিট কার্ড না পাওয়ায় পরীক্ষা দিতে পারল না শিলিগুড়ির ২০ জন পরীক্ষার্থী। শিলিগুড়ি থেকে পরীক্ষায় বসছে ১৫ হাজার ছেলে মেয়ে। সোমবার থেকে মাধ্যমিক শুরু। কোভিডের কাঁটা পার করে ফের স্কুলে বসে খাতায়-কলমে পরীক্ষা দেবে পড়ুয়ারা। শিলিগুড়ি মহকুমা থেকেই পরীক্ষা দিচ্ছে ১৫ হাজার পরীক্ষার্থী। শিলিগুড়ি মহকুমায় মোট ৫১টি স্কুলে পরীক্ষার সিট পড়েছে। সিসিটিভির আওতায় প্রশ্নপত্র খোলা ও বন্টনের কাজ করা হবে। নকল ও বিভ্রান্তি রুখতে কিছু এলাকায় পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। পর্ষদের জেলা কর্তারা, জানান নির্দিষ্ট সময়সীমায় ফর্ম ফিলআপ না করায় শিলিগুড়িতে ২০ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে পারছেন না।

শিলিগুড়িতে মধ্যশিক্ষা পর্ষদের তরফে আহ্বায়ক রাম ছেত্রী জানান, যাবতীয় প্রস্তুতি সারা। এবার এই মহকুমা থেকে পরীক্ষা দিচ্ছে ৬৪৭২ জন ছাত্র এবং ৮৪২৯ জন ছাত্রী। অর্থাৎ এখানে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাই বেশি। মহকুমার ৫১টি স্কুলে পরীক্ষা নেওয়া হবে।

কিন্তু কেন ২০ জন পড়ুয়া পরীক্ষায় বসতে পারলেন না? সূত্রের খবর-

★কোভিডিকালে যোগাযোগের অভাবেই অনেকে ফর্ম ফিলআপের খবর জানতে পারেনি। ★আর্থিক সংকটে মোবাইল রিচার্জ করা যায় নি। ফলে স্কুল যোগাযোগের চেষ্টা করলেও ওই ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ হয়নি। ★ ছাত্র-ছাত্রী ও তাদের পরিজনেরা কোভিড আক্রান্ত হওয়ায় স্কুলে পৌঁছতে পারেননি। ★ কিছু ক্ষেত্রে রোজগারের আশায় পরিবার বাইরে চলে গিয়েছিল। ফলে স্কুলের সঙ্গে যোগাযোগ হয়নি।

শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের ৩ জন ছাত্র, নরসিংহ বিদ্যাপীঠের ১৪ জন ছাত্র এবং বরদাকান্ত বিদ্যাপীঠের ৩ জন ছাত্র এবার পরীক্ষায় বসতে পারলেন না শিলিগুড়িতে। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, এই ছাত্রছাত্রীরা ফর্ম ফিলআপ না করায় তাদের আডমিট আসেনি। শেষমুহুর্তে কিছুই করা যায় নি।

জেলা তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি সুপ্রকাশ রায় জানান, “কোভিডকালে আমরা বহু ছাত্রছাত্রীকে নির্দিষ্ট সময়ের পরেও ফর্ম ফিলআপ করিয়েছি মানবিক কারণেই। কিন্তু শেষবেলায় এসে বললে কিছু করার থাকে না। ফলে এদের কিছুতেই আর পরীক্ষায় বসার সুযোগ দিতে পারছি না। স্কুল খোলাই ছিল। এই ছাত্রছাত্রীরাই এতদিন যোগাযোগ করেনি। আমরা দুঃখিত। তবে এদের এখন পরীক্ষায় বসাতে গেলে অনেক ঝামেলা।”

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, “এবার ১৪৩৫টি মূল পরীক্ষাকেন্দ্র বা সেন্টার থাকছে। এছাড়াও আরও সাব ভেন্যু থাকছে ২ হাজার ৭৫৯টি। সবমিলিয়ে মোট ৪ হাজার ১৫৪টি কেন্দ্রে এবার পরীক্ষা হবে। এবার মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ৫ লক্ষ ৫৯ জন ছাত্র। ছাত্রী সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এবার অনেক বেশি।”

আরও পড়ুন: Madhyamik 2022: ‘মাধ্যমিকের প্রশ্নপত্র তো ডিপার্টমেন্ট থেকেই ফাঁস হয়’, ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে কটাক্ষ দিলীপের

আরও পড়ুন: Naihati: নিম্নাঙ্গ ভাসছে রক্তে, ঘটনার ঘণ্টা দুই আগেই নিষিদ্ধপল্লি এলাকায় জওয়ান…

আরও পড়ুন: Crime News: বিধবা মহিলা একাই থাকতেন! ভরসন্ধ্যায় ঘর অন্ধকার, গেট খোলা… উঁকি দিতেই চোখ কপালে উঠল পড়শিদের